scorecardresearch

সংসদ থেকে বহিষ্কারের বিরুদ্ধে রাহুলের প্রতিবাদ, টুইটারের বায়ো-তে লিখলেন ‘অযোগ্য সাংসদ’

শুক্রবারই সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন কংগ্রেস নেতা।

Rahul Gandhi

সদ্য সমাপ্ত সপ্তাহের গোড়ায় ‘অযোগ্য সাংসদ’ তকমা দিয়ে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে রাহুল গান্ধীকে। তার প্রতিবাদে এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টুইটারে বদল আনলেন কংগ্রেসের লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদ। নিজের পরিচয় হিসেবে টুইটার অ্যাকাউন্ট-এ তাঁকে বহিষ্কারের ভাষা ব্যবহার করেছেন। লিখেছেন, ‘অযোগ্য সাংসদ’।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাহুলকে সুরাটের একটি আদালত মানহানির অভিযোগে দোষী সাব্যস্ত করে। আর, তারপরই লোকসভার সচিবালয় তড়িঘড়ি রাহুলকে অযোগ্য ঘোষণা করে। ২০১৯ সালে এক জনসভায় রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব মোদীই কি চোর?’ সেই কারণে মানহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই কংগ্রেস নেতা দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে।

এই পরিস্থিতিতে রাহুলের প্রতি অবিচারের অভিযোগে, রবিবার (২৬ মার্চ) দেশব্যাপী ‘সংকল্প সত্যাগ্রহ’ পালন করছে কংগ্রেস। নয়াদিল্লির রাজঘাটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই সত্যাগ্রহ পালন কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, ‘এই সত্যাগ্রহ শুধু আজকের জন্য। কিন্তু, এই ধরনের সত্যাগ্রহ সারা দেশে আরও করা হবে। কারণ, রাহুল গান্ধী সাধারণ মানুষের জন্য লড়ছেন। মোদী পদবি নিয়ে রাহুল গান্ধী কর্ণাটকে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু, কর্ণাটকে তাঁর বিরুদ্ধে কোনও মামলা হয়নি। বরং মামলাটি গুজরাটে করা হয়েছে। কারণ, কর্ণাটকে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করার ক্ষমতা বিজেপির ছিল না। কেন আপনারা রাহুলকে অযোগ্য ঘোষণা করেছেন, সেই সিদ্ধান্ত এবার জনগণকেই নিতে দিন।’

আরও পড়ুন- কংগ্রেসের ‘সত্যাগ্রহের’ জের, রাজঘাটে উত্তেজনা, হুঁশিয়ারি উড়িয়ে দিল্লির রাজপথে কংগ্রেস নেতৃত্ব

এর আগে গতকাল শনিবার (২৫ মার্চ) সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন যে সংসদ থেকে ভয় পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অপসারণ করিয়েছেন। রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে আমার পরবর্তী ভাষণ নিয়ে ভয় পাচ্ছেন। তিনি আতঙ্কিত। এই অপসারণ সেই আতঙ্কের প্রতিক্রিয়া। কারণ, শাসক দল সংসদে আমার ভাষণ চায় না।’

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশদের পাশে বসে সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘এদেশে গণতন্ত্র শেষ। দেশের মানুষ তাঁদের মনে যা আছে, তা বলতে পারে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আক্রমণের মুখে রয়েছে। সেই আক্রমণের সূত্রপাত হল নরেন্দ্র মোদী ও আদানির সম্পর্ক। সেটাই আক্রমণের ভিত্তি।’ রাহুল বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করুন। আমাকে সারাজীবনের জন্য অযোগ্য ঘোষণা করুন। আমাকে জেলে পুরে দিন। তবুও আমি প্রতিবাদ করব। আমি থামব না।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Congress leader rahul gandhi changed his twitter bio to dis qualified mp on sunday