হিংসা বিধ্বস্ত মণিপুরে পৌঁছে থমকাতে হল রাহুল গান্ধীকে। রাজধানী ইম্ফল থেকে ২০ কিলোমিটার আগে বিষ্ণুপুরে রাহুল গান্ধীর কনভয় আটকে দিয়েছে পুলিশ। গত কয়েক মাস ধরে জাতিদাঙ্গায় ভয়ঙ্কর অবস্থা মণিপুরের। রাজ্য ছেড়ে পালাচ্ছেন বহু। এই অবস্থায় দু'দিনের সফরে মণিপুরে গিয়েছেন কংগ্রেস নেতা। সে রাজ্যের রাজ্ধানী ইম্ফলের বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন এবং হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার কথা রয়েছে রাহুলের।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, রাহুল গান্ধীর কনভয় রাজধানী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের কাছে পুলিশ থামিয়েছে। তিনি বলেছেন যে, 'রাহুল গান্ধীর কনভয় বিষ্ণুপুরের কাছে পুলিশ থামিয়ে দিয়েছে। পুলিশ বলছে, তারা আমাদের অনুমতি দেওয়ার মতো অবস্থায় নেই। এই অবস্থাতেও রাহুল গান্ধীর সমর্থনে রাস্তার দু'পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারছি না কেন তারা আমাদের থামিয়েছে?'
সরকারি সূচী অনুযায়ী, রাহুল গান্ধী গ্রিনউড একাডেমি, তুইবং এবং চুরাচাঁদপুর সরকারি কলেজ পরিদর্শন করবেন। দুপুর দেড়টার পর একাধিক কর্মসূচিতে চুরাচাঁদপুর জেলার কমিউনিটি হল, কনজেংবাম এবং মইরাং কলেজে যাবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার আশঙ্কাতেই রাহুল গান্ধীর কমভয় আটকানো হয়েছে।
আগেই রাহুলের সফরের বিরোধিতা করে তাঁকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছিল সেরাজ্যের পেট্রিয়টিক পার্টি। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি-ঘনিষ্ঠ ওই সংগঠনের মতে, কংগ্রেস আমলেই মণিপুরের এই সমস্যা তৈরি হয়েছে। কংগ্রেস সরকারই ১৯৪৯ সালে স্বাধীন মণিপুরকে জোর করে ভারতে অন্তর্ভুক্ত করেছিল! মণিপুরবাসী সেই সংযুক্তিকরণ মানতে পারেনি। তাই সে রাজ্যে সশস্ত্র সংগ্রাম গড়ে উঠেছে। কংগ্রেস বরাবর কুকিদের ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করেছে এবং পৃথক কুকিল্যান্ডের স্বপ্ন দেখিয়েছে বলে অভিযোগ পেট্রিয়টিক পার্টির। সেজন্যই মণিপুরে মেইতেইদের বঞ্চনার দাবি তুলছে কুকিরা।
সূত্র আগেই জানিয়েছিল যে রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মণিপুরে যাওয়ার জন্য কোনও অনুমতি চাননি। কংগ্রেসের দাবি মণিপুরে যেতে কোনও নিষেধাজ্ঞা নেই। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র ডাকাহ সর্বদলীয় বৈঠকে কংগ্রেস দাবি করেছিল যে একটি সর্বদলীয় প্রতিনিধিদল মণিপুরে পাঠানো হোক।
প্রায় গত দুই মাস ধরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। হিংসায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। হাজার হাজার লোক বাস্তুচ্যুত। চলছে ত্রাণ শিবির। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সফরই প্রথমবারের মতো কোনও মূল বিরোধী দলের শীর্ষ নেতার সে রাজ্য যাওয়া।
মণিপুরের এই অবস্থা মোকাবিলায় ব্যর্থতার জন্য কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করছে। গাত শিবির ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অপসারণের দাবি জানিয়েছে। কংগ্রেস মনে করে যে, মুখ্যমন্ত্রী সিংয়ের নেতৃত্বে শান্তি পুনরুদ্ধার করা যাবে না।