Advertisment

বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, 'নিয়ন্ত্রণে আনতেই হবে', রাহুলের নেতৃত্বে সোচ্চার কংগ্রেস

মূল্যবৃদ্ধি ও জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন কংগ্রেসের।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress leaders led by Mp Rahul Gandhi protest against fuel price hike

জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ।

একটানা ৯ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। জ্বালানি তেলের লাগাতার এই দাম বৃদ্ধির জেরে কেন্দ্রকে দুষে ব্যাপক বিক্ষোভে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছেন দলের সাংসদরা। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি ইস্যুতে সোচ্চার কংগ্রেস সাংসদরা।

Advertisment

'মেহঙ্গাই মুক্ত ভারত অভিযান'-এ কংগ্রেস। বৃহস্পতিবার সকালে বিজয় চকে জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ পালন কর্মসূচি নিয়েছে কংগ্রেস। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলবে বিক্ষোভ। রাজ্যে-রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে সভা-মিছিল করবে কংগ্রেস নেতৃত্ব।

সংবাদসংস্থা এএনআইকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, ''গত ১০ দিনে পেট্রোল এবং ডিজেলের দাম ৯ বার বাড়ানো হয়েছে। আমাদের দাবি, ক্রমবর্ধমান এই দাম নিয়ন্ত্রণে আনতেই হবে। কংগ্রেস আজ এই ইস্যুতে দেশব্যাপী বিক্ষোভ করছে।'' উল্লেখ্য, বৃহস্পতিবার পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত ১০ দিনে লিটার প্রতি এই দাম বৃদ্ধির অঙ্ক এখন বেড়ে মোট ৬ টাকা ৪০ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম এখন প্রতি লিটারে ১০১ টাকা ৮১ পয়সা। যা আগে ছিল ১০১ টাকা ১ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৯৩ টাকা ৭ পয়সা হয়েছে।

আরও পড়ুন- ‘ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা না বলেই লেবার কোড, সুবিধা কর্পোরেটদের’, কেন্দ্রের সমালোচনায় বিরোধীরা

আজ রাহুল গান্ধীর নেতৃত্বে চলা দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দলের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন বলেন, ''রাহুল গান্ধীর নেতৃত্বে জ্বালানি ও এলপিজির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চলছে।''

সংবাদসংস্থা এএনআইকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ''জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ যে কতটা অসুবিধার সম্মুখীন হয়েছেন, তা বুঝতে পারছে না সরকার। আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে পাঁচটি রাজ্যে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জ্বালানির দাম বাড়ানো হবে। আমরা জ্বালানির দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।''

Read story in English

bjp CONGRESS rahul gandhi Petrol-Diesel price Hike Fuel Price Hike
Advertisment