শবরদের মৃত্যু নিয়ে এবার পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। ঘটনার পূর্ণাঙ্গ আলোচনার দাবি খারিজ হওয়ার প্রতিবাদে মঙ্গলবার একযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করল বাম-কংগ্রেস। শুধু একদিনের ওয়াক আউটই নয়, আগামীকাল, অর্থাৎ ২২ নভেম্বর পর্যন্ত, বিধানসভা বয়কটেরও ডাক দিয়েছে বাম-কংগ্রেস। ঝাড়গ্রামে সাতজন শবরের মৃত্যুর ঘটনার বিধানসভায় পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়েছিল ওই দুই বিরোধী দল। তাদের সেই দাবি খারিজ হওয়াতেই বাম-কংগ্রেসের এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "আলোচনা করতে রাজ্য সরকার ভয় পাচ্ছে। আলোচনা হলে, অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, যা সরকারের বিরোধিতা করার সুযোগ করে দেবে। এ কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বিবৃতি দিয়েছেন।"
আরও পড়ুন: লালবাজার বলুন বা বিধানসভা, ফলাফল সেই শূন্য
আগামীকাল বিধানসভা চত্বরে নকল বিধানসভার অধিবেশন করবে ওই দুই দল। এ প্রসঙ্গে আব্দুল মান্নান বলেন, "বিধানসভার কক্ষে বিরোধীদের না কিছু বলতে দেওয়া হয়, না কোনও ইস্যুতে আওয়াজ তুলতে দেওয়া হয়। যখনই আমরা কোনও আলোচনার প্রস্তাব পেশ করি, আমাদের তা করতে দেওয়া হয় না। এটা সবসময় চলতে পারে না। ২২ নভেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কট করছি আমরা। ওইদিন বিধানসভার বাইরে আমরা নকল অধিবেশন করব।"
উল্লেখ্য, অতীতেও বহুবার বিধানসভার অধিবেশনে বিরোধীদের দাবি মানা হয়নি বলে এমন অভিযোগ তুলে সরব হয়েছে বাম-কংগ্রেস।
Read the full story in English