Advertisment

গেরুয়া শিবিরে ধস নামিয়ে কংগ্রেসের জয় সুনিশ্চিত তিন রাজ্যে, লোকসভাতেও একই ট্রেন্ড? 

"কংগ্রেস রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে, সে ব্যাপারে আমরা আশাবাদী, তবু বিজেপি বিরোধী দলগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে দরজা খোলা রাখছি"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি-র তরফ থেকে এবারে ভোটে একজন মুসলিম প্রার্থীও ভোটে জেতেননি (ফাইল ছবি)

বিজেপিতে আস্থা ফুরিয়েছে মানুষের, রাজস্থান-ছত্তিসগড়ে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর এমনটাই বলছে কংগ্রেস। মধ্যপ্রদেশে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রতিদ্বন্দ্বী দলের।

Advertisment

রাজস্থান এবং ছত্তিসগড়ে কংগ্রেস খুব সম্ভবত নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি এখনও। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ট্রেন্ড সেরকমই বলছে।

আরও পড়ুন, Assembly Election Results 2018 Live: মায়াবতীর পোয়াবারো মধ্যপ্রদেশে?

পিটিআই সূত্রে খবর, কংগ্রেস নেতা অশোক ঘেলোট জানিয়েছেন, "রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার ব্যাপারে আমরা সুনিশ্চিত"। তবে, মুখ্যমন্ত্রী কে হবে, সেই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সে কথাও স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী। "২০১৯-এর লোকসভায় কী হতে চলেছে, সেই আভাসও পাওয়া যাচ্ছে এই ফলাফল থেকে। যে আচ্ছে দিনের কথা মোদী সরকার বলেছিল, তা বাস্তবে কখনওই আসেনি। বিজেপির শাসনে মানুষ সমস্যায় থেকেছে শুধুই। সমস্যাগুলোর দিকে প্রথম আঙুল তুলেছেন রাহুল গান্ধী"।

Advertisment