Advertisment

India Alliance: বিরোধী জোট 'ইন্ডিয়া'র গুরুদায়িত্ব কার কাঁধে? বৈঠক শেষে সামনে এল বিরাট আপডেট!

আসন্ন লোকসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা জন্য ইন্ডিয়া জোটের ১৪ বিরোধী দলের প্রধানদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mallikarjun Kharge

ইন্ডিয়া জোটের গুরুদায়িত্ব কার কাঁধে? বৈঠক শেষে সামনে এল বিরাট আপডেট

শনিবার কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বিরোধী জোট 'ইন্ডিয়ার' চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে যখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক হিসাবে মনোয়নের প্রস্তাব করা হয়। যদিও তিনি বলেন, যে সমস্ত দল একমত হলেই তবেই তিনি জোটের আহ্বায়ক পদে ভূমিকা গ্রহণ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা জন্য ইন্ডিয়া জোটের ১৪ বিরোধী দলের প্রধানদের ভার্চুয়াল বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজকের বৈঠকটি এড়িয়ে যান টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

লোকসভা নির্বাচনের আগে গঠিত বিরোধী জোট 'ইণ্ডিয়া' পেতে চলেছে জোটের নতুন চেয়ারপার্সন। সূত্রের খবর, 'ইণ্ডিয়া' জোটের চেয়ারপার্সন হিসেবে চূড়ান্ত করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম। যদিও খাড়গের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত বেশ কিছু দিন ধরেই জোটের চেয়ারপার্সন নিয়ে আলোচনা চলছিল এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে লালু প্রসাদ যাদবের নাম নিয়ে জল্পনা চলছিল।

সূত্রের খবর অনুযায়ী, জনতা দল (ইউনাইটেড) বিহারের মুখ্যমন্ত্রী এবং তার সভাপতি নীতীশ কুমারকে আহ্বায়ক করার কথা বলছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এর পক্ষে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 'ইণ্ডিয়া জোটের শেষ বৈঠকে আহ্বায়ক ও প্রধানমন্ত্রী পদ প্রার্থীর জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। সূত্রের খবর জোটের চেয়ারপার্সন হিসাবে, খাড়গের নাম প্রায় চূড়ান্ত।

বিরোধী জোট 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' (ইন্ডিয়া) এর সাংবিধানিক দলগুলির প্রধানরা আজ একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। সেখানে জোটকে শক্তিশালী করতে, আসন ভাগাভাগির বিষয়ে একটি কৌশল তৈরি করতে এবং এই জোটের সমন্বয়ক নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর জেডিইউ নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভারত জোটের আহ্বায়কের পদ প্রত্যাখ্যান করেছেন।

জোটে আসন ভাগাভাগি নিয়ে এখনও সংশয় রয়েছে। এই জোটের সবচেয়ে বড় দল কংগ্রেস। শুক্রবার আম আদমি পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেছে কংগ্রেস। আজও ভার্চুয়াল বৈঠকে জোটের অনেক দলের নেতারা অংশ নেন এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেন। তবে আসন ভাগাভাগি নিয়ে কোনো ফর্মুলা ঠিক হয়েছে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি।

নীতীশ আহ্বায়কের পদ প্রত্যাখ্যান করেছেন

ইণ্ডিয়া জোটের আজকের বৈঠকে আহ্বায়কের পদ নিয়েও আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কংগ্রেস আহ্বায়ক পদে নীতিশ কুমারের নাম প্রস্তাব করেছিল। যদিও নীতীশ কুমার আহ্বায়কের পদ নিতে অস্বীকার করেন। এই প্রসঙ্গে পরিস্থিতি স্পষ্ট করেছেন নীতীশ কুমার। নীতীশ বলেন, 'আমি কোনো পদে আগ্রহী নই'। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, 'তৃণমূল স্তরে জোট সম্প্রসারণ করা প্রয়োজন। জোটের শরিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি'।

গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে খাড়গের কাঁধে

ইন্ডিয়া জোটের সভাপতি নির্বাচিত হওয়ার পর কংগ্রেসের সভাপতির কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়বে। এর ফলে এনডিএ-র সামনে এখন বিরোধী গোষ্ঠীর মুখ হয়ে উঠবেন খড়গে। এমন পরিস্থিতিতে খড়গেকে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খড়গের দায়িত্ব এখন দ্বিগুণ হয়ে যাবে। একভাবে কংগ্রেস সভাপতি হওয়ায় দলের স্বার্থের পাশাপাশি জোটকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্বও তাঁকে পালন করতে হবে।

India Mallikarjun Kharge Nitish Kumar
Advertisment