Advertisment

Pm Modi: 'কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ', মোদীর দাবিতে কীসের ইঙ্গিত?

Lok Sabha Election 2024: হিন্দু ভোটারদের থেকে দেশের শতাব্দী প্রাচীন দলটিকে বিচ্ছিন্ন করতে বড় কথা বললেন নমো।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress manifesto bears imprint of Muslim League Says PM Modi at Saharanpur Lok Sabha Polss 2024 , কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ দাবি প্রধানমন্ত্রী মোদীর

Election 2024: সমালোচনায় কোথায় ঘা মারার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী?

PM Modi On Congress Manifesto: ভোটের আগে বড় কৌশলী নরেন্দর মোদী। এবার কংগ্রেস ও মুসলিম লীগ-কে এক পংক্তিতে বসাতে মরিয়া বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী দাবি রেছেন যে, দেশের সবচেয়ে পুরনো দলের নির্বাচনী ইস্তেহার স্বাধীনতা আন্দোলনের সময়ে মুসলিম লীগের চিন্তাভাবনার প্রতিফলন।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী মতে, স্বাধীনতা আন্দোলনের সময় যে কংগ্রেস ছিল, তা এক দশক আদেই ক্থম হয়ে গিয়েছে।

শনিবার সাহারানপুরে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন যে, 'কংগ্রেসের সঙ্গে অনেক বড় ব্যক্তিত্ব যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর নাম কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। আজ কংগ্রেসের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের না দেশের স্বার্থে নীতি আছে, না দেশের উন্নয়নের জন্য দৃষ্টিভঙ্গি।' সম্প্রতি প্রকাশ করা হয়েছে কংগ্রেসের ইস্তেহার। যাকে কেন্দ্র করেই এ দিন মোদী হাত শিবিরকে নিশানা করেন। তাঁর কথায়, 'যে ধরণের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে আজকের কংগ্রেস আজকের ভারতের আশা-আকাঙ্খা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।'

নমোর দাবি, দেশজুড়ে কংগ্রেসকে দূরেও কোথাও দেখা যাচ্ছে না।

উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে এ দিন প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টিকেও কটাক্ষ করেছেন। সমাজবাদী পার্টি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক ও উত্তরপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী অংশীদার।

আরও পড়ুন- Manmohan Singh retires: ৯১ বছরে রাজনীতি থেকে অবসর, বিদায়বেলায় ফিরে দেখুন মনমোহনের একাধিক মাইলস্টোন

প্রধানমন্ত্রী মোদীর কথায়, 'উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-র অবস্থা এমন যে- এখানে প্রতি ঘন্টায় তাদের প্রার্থী পরিবর্তন করতে হয়, যেখানে কংগ্রেসের অবস্থা আরও অদ্ভুত। কংগ্রেস প্রার্থীই পাচ্ছে না। এমনকী যে আসনগুলিকে কংগ্রেস তার শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করেছিল, সেখানে প্রার্থী দেওয়ার সাহস জোগাড় করতে পারে না'। স্পষ্টতই তিনি আমেঠি এবং রায়বেরেলীকে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বিরোধীদের ইন্ডিয়া জোট এখন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার অপর নাম। এ কারণেই আজ তাদের একটি কথাও দেশ গুরুত্ব সহকারে নিচ্ছে না।'

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নাম উচ্চারণ না করে তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'আপনাদের মনে থাকতে পারে এখানে উত্তরপ্রদেশে দু'জনকে নিয়ে নির্মিত ছবিটি গতবার ফ্লপ হয়েছিল। দুই ছেলের ছবি এই মানুষগুলোই আবার রিলিজ করেছে। আমি বুঝতে পারছি না এই ইন্ডি জোটের সদস্যরা কতবার কাঠের পাত্রটি জ্বালিয়ে দেবে?'

কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উত্তরপ্রদেশের আটটি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনে হবে প্রথম পর্ব ১৯শে এপ্রিল। কেন্দ্রগুলি হল, সাহারানপুর, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর এবং পিলিভীট। ভোট গণনা হবে ৪টা জুন।

CONGRESS PM Narendra Modi PM Modi 2024 General Election loksabha election 2024
Advertisment