/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/cm-bhupesh-759.jpg)
ছত্তিসগড়ের নয়া মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছবি: টুইটার।
অবশেষে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর দৌড়ে জয়ী হলেন ভূপেশ বাঘেল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার বাঘেলের নামই ঘোষণা করল কংগ্রেস। বাঘেলের পাশাপাশি সে রাজ্যে মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন আরও তিন নেতা। শেষমেশ দলীয় নেতাদের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠকের পর তমরধ্বজ সাহু, টিএস সিংদেও, চরণ দাস মহান্তের পর বাঘেলকেই মুখ্যমন্ত্রীর গদিতে বসালেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, রাজস্থান, মধ্যপ্রদেশের পর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বাছবেন সোনিয়া পুত্র, সে নিয়ে জল্পনা চলছিল। শনিবার মুখ্যমন্ত্রীত্বের ৪ জন দাবিদারকে নিয়ে বৈঠক সারেন কংগ্রেস সভাপতি। যে বৈঠকে ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে।
Celebrations are in order in Chhattisgarh as @Bhupesh_Baghel is appointed CM. We wish him the best as he forms a govt. of equality, transparency & integrity starting off with farm loan waiver for farmers as we promised. pic.twitter.com/7OqGcPi2eh
— Congress (@INCIndia) December 16, 2018
আরও পড়ুন, জট কাটল! মুখ্যমন্ত্রী গেহলোট, উপমুখ্যমন্ত্রী পাইলট
ভূপেশ বাঘেলকে চেনেন? ছত্তিসগড়ের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি বাঘেল দুর্গ জেলার পাটান কেন্দ্র থেকে নির্বাচিত। দিগ্বিজয় সিংয়ের মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান ১৯৯৮-তে, পরিবহণ মন্ত্রকের পূর্ণ দায়িত্ব পান ১৯৯৯ সালে। ২০০০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন মধ্যপ্রদেশ সড়ক পরিবহণ পর্ষদের চেয়ারম্যান হিসাবে। যখন ছত্তিসগড় আলাদা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে ২০০০-এর নভেম্বরে, বাঘেল পান রাজস্ব, জনস্বাস্থ্য কারিগরি এবং ত্রাণ মন্ত্রকের দায়িত্ব। যে দায়িত্বে তিনি ছিলেন ২০০৩ সাল পর্যন্ত।
এবারের বিধানসভা ভোটে ৯০টি আসনের মধ্যে ৬৮টিতেই জয়ের হাসি হেসে ছত্তিসগড়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ওই রাজ্যে মাত্র ১৫ টি আসনে জয় পেয়ে কার্যত ভরাডুবি হয়েছে গেরুয়া বাহিনীর।
Read the full story in English