Advertisment

সামনেই সেমিফাইনাল, ম্যাচ জয়ে মরিয়া কংগ্রেস, প্রকাশ প্রথম দফার প্রার্থী তালিকা

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress MP list, Congress madhya Pradesh list, Congress assembly election, Congress candidate MP list, Madhya Pradesh chunav, Madhya Pradesh election, MP election, MP Congress candidate list, Kamal nath chhindwara",

সামনেই সেমিফাইনাল, ম্যাচ জয়ে মরিয়া কংগ্রেস, প্রকাশ প্রথম দফার প্রার্থী তালিকা

সামনেই সেমিফাইনাল। ইতিমধ্যেই ম্যাচ জয়ের প্রস্তুতিতে মাঠে নামল কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

Advertisment

আজ (১৫ অক্টোবর), কংগ্রেস তিন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ছত্তিশগড় কংগ্রেস ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেস পাটান থেকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং অম্বিকাপুর থেকে উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে টিকিট দিয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ কংগ্রেস ১৪৪ জনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

মধ্যপ্রদেশ কংগ্রেস ১৪৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর পাশাপাশি, দলীয় সূত্রে খবর কংগ্রেসও আগামী দু'দিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। বিজেপি ইতিমধ্যেই ৪টি তালিকা প্রকাশ করেছে এবং রাজ্যে প্রায় ১৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।  

নির্বাচনী রাজ্য তেলেঙ্গানায় ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন।  কংগ্রেস ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি (BR) তাদের নির্বাচনী প্রচারণা জোরদার করছে। ২১শে আগস্ট, বিআরএস রাজ্যের মোট ১১৯টি বিধানসভা আসনের মধ্যে ১১৫টির জন্য প্রার্থী ঘোষণা করেছিল। বিজেপি এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি।

রাজস্থানে ২৫ নভেম্বর ভোট হওয়ার কথা। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর রবিবার প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। বিজেপি এখনও পর্যন্ত রাজ্যে ৪১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। যদিও বিজেপির প্রথম তালিকা প্রকাশের পর গোষ্ঠী কলহ প্রকাশ্যে এসেছে।

CONGRESS
Advertisment