Advertisment

'ইন্ডিয়া' জোটের বৈঠকে মমতার চমক, প্রধানমন্ত্রী মুখ হিসেবে কার নাম প্রস্তাব?

মমতা, কেজরির এক রা, কিন্তু জোটের অন্য শরিকরা কি মানছেন এই প্রস্তাব?

author-image
IE Bangla Web Desk
New Update
Congress President Mallikarjun Kharge is proposed to be nominated as the Prime Minister of oppositions India Alliance কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বিরোধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হওয়ার প্রস্তাব ,

বিরোধী 'ইন্ডিয়া' জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সনিয়া-রাহুল শরিক দলের অন্য নেতারা।

এনডিএ জোটের মুখ প্রধানমন্ত্রী মোদী। ছ'মাস আগেই জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া 'গঠন করা হয়েছে। কিন্তু কোন মুখকে সামনে রেখে নির্বাচনে লড়াইতে নামবে বিরোধী জোট? বারবার এই প্রশ্নই সামনে আসছিল। কটাক্ষের শিকার হচ্ছিলেন রাহুল, মমতারা। এই প্রেক্ষাপটে প্রায় সাড়ে তিন মাস পর দিল্লিতে মঙ্গলবার বসেবিরোধী জোটের নেতৃত্বের বৈঠক। সেখানে ওঠে প্রধানমন্ত্রী পদে বিরোধীদের মুখ সংক্রান্ত আলোচনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদে মোদীর বিপক্ষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম এদিন প্রস্তাব করা হয়েছে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

Advertisment

বিরোধী জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এ পর্যন্ত তৃণমূলের তরফে সোচ্চারে এই দাবি করা হচ্ছিল। জানা গিয়েছে, এ দিনের বৈঠকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর প্রস্তাবকে সমর্থন করেছেন হাত শিবিরের প্রবল সমালোচক বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার বিকেলে কেজরীর সঙ্গে একান্তে বৈঠক সেরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এই মাস্টারপ্ল্যান তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে।

মমতা কেজরি সমর্থন করলেও 'ইন্ডিয়া' জোটের বাকি শরিক দলের নেতারা কী এই প্রস্তাবে সহমত? এ নিয়ে এখনও তেমনভাবে কিছু জানা যায়নি।

বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসাবে তাঁর নাম প্রস্তাব হতেই মুখ খুলেছেন খাড়গে। বৈঠকে তিনি বলেন, 'আগে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে হবে ঐক্যবদ্ধভাবে। না হলে প্রধানমন্ত্রী পদ নিয়ে হইচই-ই সাড় হবে।'

আরও পড়ুন- প্রচারের ক্ষীর খেতে পারে অন্যরা! আঁচ করেই মাস্ট্রার স্ট্রোক মোদীর?

মঙ্গলবার দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সিপিপি চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদরাহুল গান্ধী উপস্থিত ছিলেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও ছিলেন।

এ দিনের বিরোধী জোটের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত করা। জানা গিয়েছে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তবে প্রাথমিক ভাবে খবর, জোট হিসাবে 'ইন্ডিয়া' রাজ্যে রাজ্যে যৌথ প্রচারে নানবে। কিন্তু, বাংলা, কেরলে কী হবে? তা এখনও স্পষ্ট হয়নি।

মঙ্গলবার দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের চতুর্থ বৈঠক হয়। ২৩ জুন পাটনায় এই জোটের প্রথম বৈঠক হয়েছিলষ পরে ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক এবং ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইতে হয়েছিল 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক।

Mamata Banerjee Arvind Kejriwal Mallikarjun Kharge opposition india alliance
Advertisment