প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক অভিষেকে উত্তরপ্রদেশের রাজনীতি ইতিবাচক দিকে এগোবে, একথাই বলেছেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের মুখে প্রিয়াঙ্কাকে দলে এনে বড় চমক দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিশেষত উত্তরপ্রদেশ পূর্বের দায়িত্ব সোনিয়া কন্যার কাঁধে তুলে বিজেপির পাশাপাশি সপা-বসপা জোটকেও যেন জোর টক্কর দিলেন রাহুল গান্ধীরা, একথাই ঘুরছে রাজনীতির অন্দরমহলে। কিন্তু প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানে সপা-বসপা জোটে কোনও প্রভাব পড়বে না, এমন দাবিই তুলেছে উত্তরপ্রদেশের দুই প্রধান দল।
এ প্রসঙ্গে এক বসপা নেতা বলেছেন, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়বে ঠিকই কিন্তু এতে সপা-বসপা জোটে কোনও প্রভাব পড়বে না। আরেক বসপা নেতার কথায়, ‘‘প্রিয়াঙ্কার অভিষেকে একমাত্র বিজেপি ভোটে প্রভাব পড়বে। উঁচুজাতের ভোটাররা ও ব্যবসায়ীদের ভোট আগে কংগ্রেসের ঘরে ছিল, যা পরে বিজেপির ঘরে যায়। সেই ভোটারদের হয়তো ফের ফিরে পাবে কংগ্রেস। দলিত, মুসলিম, যাদব-সহ সপা-বসপা জোটের ভোট অটুটই থাকবে।’’
আরও পড়ুন, ‘‘প্রিয়াঙ্কার অভিষেকে উত্তরপ্রদেশের রাজনীতি ইতিবাচক দিকে এগোবে’’
এক সপা নেতা বলেছেন, ‘‘বারাণসীতে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে ভোটে দাঁড় করানো হয়, তবে সপা-বসপা জোট প্রিয়াঙ্কাকে সমর্থন জানাবে। এটা হলে মোদীর হার নিশ্চিত। কিন্তু এজন্য কংগ্রেসের মন বড় করতে হবে। যদি আমাদের বিরুদ্ধে কোনও লড়াকু প্রার্থীকে দাঁড় করায় কংগ্রেস, তাহলে আসলে বিজেপিরই লাভ হবে।’’ সপা নেতা উদয়বীর সিং বলেছেন, ‘‘প্রধান রাজনৈতিক দলগুলোর নীতিই ঠিক করে দেবে মানুষ কাদের ভোট দেবে।’’
One of the most awaited entries in Indian politics is finally here! While people may debate the timing, exact role and position, to me, the real news is that she finally decided to take the plunge! Congratulations and best wishes to Priyanka Gandhi.
— Prashant Kishor (@PrashantKishor) January 23, 2019
উল্লেখ্য, লোকসভা ভোটে বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশে জোট ঘোষণা করেছে সপা-বসপা। যে জোটে নেই কংগ্রেস। এরপরই সে রাজ্যের ৮০টি কেন্দ্রে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধীরা। উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো ভাবলে ভুল হবে বলে আগেই জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি। প্রিয়াঙ্কার রাজনৈতিক অভিষেকে উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Welcome Priyanka Gandhi to the rough and tumble of politics. She brings with her the grace of Gandhi Nehru lineage and her immense personal charm. Wish her the best. Could she become the Xfactor of 2019 poll battle?
— Mehbooba Mufti (@MehboobaMufti) January 23, 2019
Congratulations to Priyanka Gandhi Ji on her appointment as General Secretary.A good decision by CP @RahulGandhi Ji.We wholeheartedly welcome her entry in active politics. Her appointment will not only energise youth & cadre but motivate 50% female population of India in politics
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 23, 2019
অন্যদিকে, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনেক বিরোধী দলই। সোনিয়া কন্যাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কার যোগদানকে স্বাগত জানিয়েছেন আরজেডি-র তেজস্বী যাদব। প্রিয়াঙ্কার রাজনৈতিক অভিষেক প্রসঙ্গে লোকতান্ত্রিক জনতা দল প্রধান শরদ যাদব বলেছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ রাহুল গান্ধীর। পিডিপি প্রধান মেহবুবা মুফতি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘২০১৯-এর এক্স ফ্যাক্টর কি হতে পারবেন প্রিয়াঙ্কা?’’
Read the full story in English