সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ও তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতারের আঁচ এসে পড়ল বঙ্গ রাজনীতিতে। বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না বলে কলকাতায় কংগ্রেসের মিছিলে শ্লোগান উঠল। শনিবার প্রদেশ কংগ্রেস অফিস থেকে মিছিল শুরু হয়। বিহার ভোটকে সামনে রেখে অযথা তদন্ত প্রভাবিত করা হচ্ছে বলে মনে করছে রাজ্য কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই নানা সন্দেহ ঘনীভূত হতে থাকে। মুম্বাইয়ে এফআইআর, বিহারে পাটনায় এফআইআর। মামলা হয় সুপ্রিম কোর্টে। তদন্ত শুরু করে সিবিআই, ইডি ও এনসিবি। শেষমেশ রিয়াকে গ্রেফতার করে এনসিবি। বিজেপি বিরোধীরা এই তদন্তের সঙ্গে বিহার নির্বাচনের সংযোগ খুঁজে পান। তাঁদের দাবি, বিহার ভোট উৎরাতে দাবার বোড়ে হিসাবে ব্যবহার করা হচ্ছে এই সুশান্ত সিং মৃত্যু রহস্যের মামলাকে। তাঁর কারণেই খুনের মামলার তদন্ত মাদকে ঘুরে গিয়েছে।
শনিবার রিয়ার ওপর রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবন থেকে ওয়েলিংটন পর্যন্ত মিছিল হয়। এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, "সরকার বিহারের নির্বাচনে জেতার জন্য সুশান্ত সিং মামলার তদন্তকে ব্যবহার করছে। ঘটনার আড়াই মাস পর কখনও বলা হচ্ছে ১৫ কোটি টাকা তছরূপ করা হয়েছে, কখনও বলছে বিষ খাইয়ে মারা হয়েছে। শেষমেষ মাদক মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হল। তারপর হেরোইন পেল ৫৯ গ্রাম। নারকোটিক্সের মামলা দিল যাতে বিহারের নির্বাচন পর্ব মিটে যাবে।"
মনোজ চক্রবর্তীর দাবি, সুশান্ত মামলাকে মহড়া করে বিহারের নির্বাচন জিততে চাইছে। সুশান্ত সিংয়ের কীভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত না করে ধানাইপানাই করে কাটাচ্ছে। সুশান্ত সিং মৃত্যুরহস্য অধরা থাকবে এবং রিয়াও বেকসুর খালাস হয়ে যাবে। বিধায়ক অসিত মিত্রর বক্তব্য, "বিজেপি বিহারের নির্বাচনে ভাল ফল করতেই খুনের তদন্ত মাদক মামলায় রূপান্তরিত করে দিল।"
এদিন কলকাতায় কংগ্রেসের মিছিল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা বলেন, "আইন আইনের মত চলবে। এই সম্পর্কে প্রশ্ন তোলা মানে বিচার ব্যবস্থার প্রতি একটা অবিশ্বাস তৈরি করা। তদন্তকারী সংস্থা যাই করুক সেটা বিচার ব্যবস্থার কাছে যাবে। বিচার ব্যবস্থার রায় সকলের মানা উচিত তা নিয়ে কারও প্রশ্ন তোলা উচিত নয়।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন