Advertisment

Bharat Jodo Nyay Yatra: নির্ধারিত সময়ের আগেই শেষের যাত্রা শেষের ইঙ্গিত, ইন্ডিয়া জোটে ধাক্কাতেই মন খারাপ রাহুলের?

কী জানাল কংগ্রেস?

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi yatra UP

কংগ্রেস নেতা রাহুল গান্ধী 'ভারত জোড় ন্যায় যাত্রা' চলাকালীন রৌরকেলায়, বুধবার, ফেব্রুয়ারী 7, 2024-এর সময় সমর্থকদের দিকে হাত নাড়ছেন। (পিটিআই ছবি)

নির্ধারিত সময়ের আগেই শেষ হতে চলেছে রাহুলের ন্যায় যাত্রা? কংগ্রেস সূত্রে ইঙ্গিত তেমনই। ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তর প্রদেশের ২৮টি লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হতে পারে রাহুলের ন্যায় যাত্রা। সূত্রের খবর ন্যায় যাত্রা পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ জেলা কভার করবে না ।

Advertisment

রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা নির্ধারিত সময়ের আগেই শেষ হতে পারে। এই সপ্তাহেই উত্তরপ্রদেশে প্রবেশ করতে চলেছে রাহুলের ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা উত্তরপ্রদেশের ১১দিন অতিক্রম করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই যাত্রা শেষ করবেন তিনি। পশ্চিম উত্তর প্রদেশের বেশিরভাগ জেলার মধ্য দিয়ে যাত্রা আর যাবে না। উত্তরপ্রদেশে মোট ৮০টি লোকসভা আসন রয়েছে। উল্লেখ্য কংগ্রেস গত দুটি লোকসভা নির্বাচনে রাজ্যে ব্যর্থ হয়েছে।

সূত্রের খবর রাহুল মধ্যপ্রদেশ থেকে সরাসরি লখনউ এবং আবার আলিগড় হয়ে পশ্চিম উত্তর প্রদেশের আগ্রায় যাবেন। এই সময়ের মধ্যে, যাত্রা পশ্চিম উত্তর প্রদেশের বেশিরভাগ জেলার মধ্য দিয়ে যাবে না। রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) এই এলাকায় বেশ দাপট রয়েছে বলে জানা গেছে। কিছুদিন ধরেই জয়ন্ত চৌধুরীর দল আরএলডি এবং বিজেপির মধ্যে জোটের সম্ভাবনার কথা সামনে আসছে।

আরও পড়ুন : < Ex-Navy Officers: বিশ্বকে ‘জাত’ চেনাল ভারত, ৮ নেভি অফিসারকে ছাড়তে বাধ্য হল কাতার >

যদিও, কংগ্রেস যাত্রার সঙ্গে আরএলডির কোন রমকের যোগসূত্রের কথা এড়িয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে প্রচারে আরও সময় পেতেই যাত্রা শেষের ইঙ্গিত মিলেছে কংগ্রেস সূত্রে। উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৮ টি লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন বারাণসী, রায়বেরেলি, আমেঠি, এলাহাবাদ, ফুলপুর এবং লখনউ। এগুলি ছাড়াও চান্দৌলি, বারাণসী, জৌনপুর, এলাহাবাদ, ভাদোহি, প্রতাপগড়, আমেঠি, রায়বেরেলি, লখনউ, হারদোই, সীতাপুর, বেরেলি, মোরাদাবাদ, রামপুর, সাম্বল, আমরোহা, আলিগড়, বাদাউন, বুলন্দশহর এবং আগ্রার মতো অঞ্চলের মধ্যে দিয়ে যাত্রা করার কথা ছিল।

২০ মার্চ মুম্বইয়ে এই যাত্রা শেষ হবে। তবে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ১০ থেকে ১৪ মার্চের মধ্যে যাত্রা শেষ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ১৪ ফেব্রুয়ারি ন্যায় যাত্রায় যোগ দিতে পারেন। ১৪ ফেব্রুয়ারি যাত্রার এক মাস পূর্ণ হবে। প্রিয়াঙ্কা এখনও এই যাত্রায় অংশ নেননি।

rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment