Advertisment

'কংগ্রেস কি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিতে চায়?', জাতশুমারি ইস্যুতে রাহুলকে তোপ মোদীর

কংগ্রেস বহিরাগতদের দ্বারা পরিচালিত হয়। কংগ্রেসের সঙ্গে বহিরাগতদের চুক্তি আছে। বিরাট অভিযোগ প্রধানমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi and Rahul

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জাতশুমারি ইস্যুতে মঙ্গলবার কংগ্রেসকে নিশানা করলেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কংগ্রেস কি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিতে চায়?

Advertisment

সোমবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের জাত সমীক্ষাকে স্বাগত জানিয়ে বলেছিলেন যে জনগণকে তাঁদের জনসংখ্যা অনুসারে ন্যায্য অধিকার দেওয়ার জন্য দেশে একটি জাতিভিত্তিক আদমশুমারি দরকার।

publive-image
ছত্তিশগড়ের জগদলপুরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। (পিটিআই ছবি)

জবাবে মঙ্গলবার মোদী বলেছেন, 'কংগ্রেস গতকাল একটি নতুন মঞ্চ শুরু করেছে। তাদের নেতা বলেছেন, অধিকার জনসংখ্যার সমানুপাতিক হওয়া উচিত। আমি বলি, সবচেয়ে বড় জনগোষ্ঠী দরিদ্র। আমার জন্য, দরিদ্র মানুষ সবচেয়ে বেশি জনসংখ্যা এবং আমার লক্ষ্য তাঁদের কল্যাণ।'

তিনি যোগ করেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মুহূর্তে কী ভাবছেন; তিনি বলতেন, ভারতের সম্পদের ওপর প্রথম অধিকার সংখ্যালঘুদের, এবং তা-ও মুসলমানদের। এখন কংগ্রেস বলছে যে জনসংখ্যা নির্ধারণ করবে সম্পদের ওপর একজনের কত অধিকার। তার মানে কি তারা সংখ্যালঘুদের অধিকার খর্ব করতে চায় কংগ্রেস ? তাহলে প্রথমে কার অধিকার হবে? কার জনসংখ্যা বেশি? কংগ্রেসকে এটা স্পষ্ট করতে হবে। হিন্দুদের কি সব অধিকার নিতে হবে? তারা হিন্দুদের বিভক্ত করে আমাদের দেশকে ধ্বংস করতে চায়।তারা গরিবদের ভাগ করতে চায়। ১০ বছর ধরে, মোদী দরিদ্রদের আত্মবিশ্বাস তৈরি করার জন্য পরিকল্পনা করেছেন। দরিদ্ররাই সবচেয়ে বড় জাতি ও সম্প্রদায়। গরিবরা উপকৃত হলে গোটা দেশ উপকৃত হবে।'

কংগ্রেস 'বহিরাগতদের' দ্বারা পরিচালিত হয় বলেও অভিযোগ করেন মোদী। এই প্রসঙ্গে মোদী বলেন, 'আমি আবারও বলছি যে কংগ্রেসকে কংগ্রেস চালায় না, বাইরের লোকেরা চালায়। তাদের বড় নেতারা হয় মুখে কুলুপ এঁটেছেন। নয়তো তাঁদের কথা বলতে দেওয়া হচ্ছেন না। তারা ভারত বিরোধীদের সাথে মিশেছে। এখন পর্যন্ত কংগ্রেস প্রকাশ করেনি, অন্য দেশের সঙ্গে তাদের কী গোপন চুক্তি রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আপনাদের সতর্ক করছি। আপনি (কংগ্রেস) যদি অধিকারের কথা বলতে চান, এই দেশের খনিজ ও সম্পত্তির ওপর প্রথম অধিকার দরিদ্র, দলিত, আদিবাসী এবং অনগ্রসর মানুষের।'

নাগারনার স্টিল প্ল্যান্টের বেসরকারিকরণ রোখা নিয়ে ছত্তিশগড়ের ক্ষমতাসীন কংগ্রেসের একটি ঘোষণা সত্ত্বেও, উপজাতি অধ্যুষিত বস্তার জেলার জগদলপুর শহরে হাজার হাজার লোক মোদীর সমাবেশে যোগ দিয়েছিলেন। সভায় মোদী বলেন যে বস্তারের লোকেরাই নাগারনার ইস্পাত কারখানার একমাত্র মালিক থাকবে। কংগ্রেস তাদের নিজের লোক বা পরিবারের সদস্যদের প্রচারের জন্য এই কারখানা চুরি করতে চায়। মোদী বলেন, 'এই ইস্পাত কারখানায় প্রায় ৫৫,০০০ কর্মসংস্থান হবে। আমরা এতে আরও হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করব। যখন আরও বিনিয়োগ করা হবে, তখন কারখানা বড় হবে এবং উন্নয়ন আরও দ্রুত হবে।'

আরও পড়ুন- কেন বিজেপি সর্বভারতীয় জাতভিত্তিক আদমশুমারি চাইছে না?

ছত্তিশগড়ের কংগ্রেস শাসন সম্পর্কে মোদী বলেন, 'সর্বত্রই দুর্নীতি ও খুন, এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। মনে হচ্ছে, কংগ্রেসশাসিত রাজ্য ছত্তিশগড় এবং রাজস্থানের মধ্যে খুন করার প্রতিযোগিতা চলছে। শুধু কংগ্রেস নেতাদের ব্যানার আর লকারেই উন্নয়ন দেখা যাচ্ছে। আর কোথাও এই দুই রাজ্য়ে উন্নয়নের ছোঁয়া নেই।'

bjp CONGRESS rahul gandhi narendra modi Chhattisgarh
Advertisment