আগামী ১৯ ডিসেম্বর বৈঠক করতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রবিবার এই ব্যাপারে বলেছেন, জোটের বৈঠক স্থগিত হওয়ার কয়েক দিন পরে। কারণ, কিছু নেতা আগের বৈঠকে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছিলেন। X (আগের টুইটারে)-এ কংগ্রেস নেতার একটি পোস্ট অনুসারে, আগামী বৈঠকে ২০২৪ সালের নির্বাচনের আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রণকৌশল স্থির করা হতে পারে। এছাড়াও হতে পারে বহু গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠক হওয়ার কথা বিকাল ৩টায়।
কংগ্রেস সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তাদের খারাপ পারফরম্যান্সের কারণে জোটের অন্যান্য দলগুলোর ক্ষোভের মুখে পড়েছিল। তার প্রেক্ষিতে কংগ্রেস জানিয়েছিল যে তারা ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের একটি বৈঠক ডেকেছে। খবরটি জোটের অনেক নেতাকে অবাক করে দিয়েছিল। কারণ, তাদের কাছে আগে থাকতে বৈঠকের কোনও তথ্য ছিল না। জোটের অন্যান্য দলের বেশিরভাগ নেতারা বিভিন্ন কারণ দেখিয়ে বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে বিব্রত কংগ্রেস নেতৃত্ব জোটের সভার প্রস্তুতিতে সংসদের ফ্লোরে শরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাতে স্থির হয়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিভিন্ন শরিক দলের প্রধানদের বৈঠক হবে।
আরও পড়ুন- শীর্ষ আদালতে ‘৩৭০’ মামলা, বিরাট আশা প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদের, বাতলে দিলেন পথও
ভারত জোটের বেশিরভাগ নেতৃস্থানীয় দল, বিশেষ করে টিএমসি, আপ এবং জেডি (ইউ) বিধানসভা নির্বাচনে ব্যর্থতার জন্য কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা করেনি। এমনই অভিযোগ করেছে জোট শরিকরা। এই সব দলগুলোর বেশিরভাগেরই বিশ্বাস, ভারত ব্লক গঠনের পরে পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে তা গতি পেয়েছিল। কারণ, এই বৈঠকগুলো পরপর হয়েছিল। কিন্তু, তারপর বৈঠক না-হওয়ায় সেই গতি এখন হারিয়ে গেছে। আগামী বছরের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতেই ইন্ডিয়া জোট গঠন করেছে ২৬টি রাজনৈতিক দল। এই বিরোধী জোট গঠনের পর জোটের শরিকরা ইতিমধ্যে পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে তিন দফা বৈঠক করেছেন।