/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/ie-dec21-2023-12-29T202301.229-1.jpg)
কংগ্রেসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে দল নমনীয় হতে প্রস্তুত। তিনি বলেছিলেন, রাজ্য ইউনিটগুলির তাদের মতামত থাকতে পারে তবে একটি জাতীয় জোটে, রাষ্ট্রীয় কারণগুলির চেয়ে জাতীয় কারণগুলি প্রাধান্য পাবে।
লোকসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগি ইস্যুতে এখনও সেভাবে কোন সিদ্ধান্তে আসতে পারেনি I.N.D.I.A.জোট।
বিরোধী I.N.D.I.A-জোটে আসন ভাগাভাগির ফর্মুলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। তবে কংগ্রেস শিবির সূত্রে জানা গিয়েছে যে দল শীঘ্রই এই বিষয়ে আলোচনা শুরু করবে। এদিকে, শুক্রবার নয়াদিল্লিতে মুকুল ওয়াসনিকের বাসভবনে কংগ্রেস ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির (এনএসি) দ্বিতীয় বৈঠক আয়োজন করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে কংগ্রেস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে I.N.D.I.A জোটের মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।
শুক্রবার নয়াদিল্লিতে মুকুল ওয়াসনিকের বাসভবনে কংগ্রেস ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির (NAC) দ্বিতীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে যোগ দিতে দলের অনেক সিনিয়ার নেতা তাঁর বাসভবনে পৌঁছান। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কংগ্রেস।
এই কমিটির এই মাসের শুরুতে গঠিত হয়েছে, যার কাজ হল আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা করা।
গত শনিবার এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে ওয়াসনিক বলেন, যে কমিটি রাজ্য ইউনিটগুলির সঙ্গে আলোচনার পরে আসন ভাগাভাগির ফর্মুলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আহ্বায়ক মুকুল ওয়াসনিক ছাড়াও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ এবং মোহন প্রকাশ সহ প্রবীণ নেতাদের এই কমিটির সদস্য করা হয়েছে।
আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আগেই মহারাষ্ট্রে শিবসেনার তরফে বলা হয়েছে তারা মহারাষ্ট্রের ৪৮ টি লোকসভা আসনের মধ্যে ২৩ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন দলগুলির তার দল হবে রাজ্যে একাই বিজেপির বিরুদ্ধে লড়বে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল এবং সিনিয়র নেতা মুকুল ওয়াসনিক, সালমান খুরশিদ এবং মোহন প্রকাশের সমন্বয়ে গঠিত কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় জোট কমিটি ইতিমধ্যে দিল্লি, বিহার এবং মহারাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ইউনিটের নেতাদের সঙ্গে দেখা করে আসন ভাগাভাগি নিয়ে তাদের মতামত জানতে চেয়েছে।
কংগ্রেসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন আসন ভাগাভাগি ইস্যুতে দল নমনীয় হতে প্রস্তুত। তিনি আরও বলেন, রাজ্য ইউনিটগুলির তাদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে তবে একটি জাতীয় জোটে, জাতীয় ইস্যুকে আসন ভাগাভাগির সময় মাথায় রাখা দরকার। কংগ্রেস, সূত্র জানিয়েছে, ইন্ডিয়া জোটের মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি ইস্যুতে কংগ্রেস নমনীয় হতে প্রস্তুত। কংগ্রেসের তরফে জানানো হয়েছে দল আগামী সপ্তাহে জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে।