scorecardresearch

জ্বালানির ছ্যাঁকা, ‘কর ডাকাতি’র অভিযোগ রাহুলের, ‘দুর্ভোগে ফেলার রেকর্ড কেন্দ্রের’, খোঁচা প্রিয়াঙ্কার

পেট্রোলের দাম বহু আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে। এবার একের পর এক রাজ্যে সেঞ্চুরি হাঁকাচ্ছে ডিজেল।

Congress slams modi govt over rising fuel prices, Rahul Gandhi alleges ‘tax dacoity’
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা রাহুল-প্রিয়াঙ্কার।

পেট্রোপণ্যের লামাগছাড়া দাম-বৃদ্ধি। পেট্রোলের দাম বহু আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে। এবার একের পর এক রাজ্যে সেঞ্চুরি হাঁকাচ্ছে ডিজেল। পেট্রোপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির জেরে এবার মোদী সরকারকে তুলোধনা কংগ্রেসের। কেন্দ্রের বিরুদ্ধে ‘কর ডাকাতি’র অভিযোগ রাহুল গান্ধীর। ‘মানুষকে কষ্ট দেওয়ার রেকর্ড গড়েছে মোদী সরকার’, কেন্দ্রকে কাঠগড়ায় তুলে সোচ্চার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধির জেরে বাজার ‘আগুন’। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। রাজ্যে-রাজ্যে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র-বিরোধী বিক্ষোভ চলছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইস্যুতে আবারও রাহুলের নিশানায় মোদী সরকার। কেন্দ্রকে বিঁধে রাহুল গান্ধীর টিপপ্পনি, ‘পেট্রোলের দামে কর ডাকাতি বাড়ছে। কোথাও নির্বাচন হলে হয়তো এর থেকে কিছুটা রেহাই মিলবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও টুইটে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন। প্রিয়াঙ্কা টুইটে একটি মিডিয়া রিপোর্ট তুলে ধরেছেন। যে রিপোর্ট বলছে, চলতি বছরে পেট্রালের ২৩ টাকা ৫৩ পয়সা রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে। টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, “মোদীজির সরকার মানুষকে দুর্ভোগে ফেলার রেকর্ড গড়েছে। দেশে বেকারত্ব এখনই সর্বাধিক। সরকারি সম্পত্তিগুলি বিক্রি হয়ে যাচ্ছে। এবছরেই পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।”

অন্যদিকে, কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও প্রিয়াঙ্কা গান্ধীর শেয়ার করা একই মিডিয়া রিপোর্টকে ট্যাগ করে এবং “আচ্ছে দিন” টুইট করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন। রবিবার পর্যন্ত একটানা পাঁচদিন পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম এদিন লিটার প্রতি সর্বোচ্চ ৩৫ পয়সা বেড়েছে।

আরও পড়ুন- শাহি-সফরে শ্রীনগর যেন নিশ্চিদ্র দুর্গ, আটক কয়েকশো, বাইক চলাচলে ‘না’

দিল্লিতে পেট্রোলের দামে রবিবার সর্বকালীন রেকর্ড। রবিবার রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৭ টাকা ৫৯ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে রবিবার লিটার প্রতি পেট্রোল ১১৩ টাকা ৪৬ পয়সা। মুম্বইয়ে ডিজেলের দাম লিটারে ১০৪ টাকা ৩৮ পয়সা। রবিবার দিল্লিতে লিটার প্রতি ডিজেল ৯৬ টাকা ৩২ পয়সা।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Congress slams modi govt over rising fuel prices rahul gandhi alleges tax dacoity