গোয়ায় সরকার গড়ার দাবি জানাল কংগ্রেস। এই মর্মে সে রাজ্যের রাজ্যপাল মৃদুলা সিনহাকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কেবলেকর। এই চিঠিতে গোয়ায় ক্ষমতাসীন মনোহর পরিক্কর সরকারকে 'সংখ্যালঘু' বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কংগ্রেসকে 'একক সংখ্যা গরিষ্ঠ' দল হিসাবেও দাবি করেছেন গোয়া বিধানসভার বিরোধী দলনেতা।
চন্দ্রকান্ত কেবলেকরের দাবি, কংগ্রেসকেই এই মুহূর্তে সরকার গড়ার অধিকার দেওয়া উচিত। এমতাবস্থায় গোয়ায় রাষ্ট্রপতি শাসন জারি করা অনুচিত এবং তা করা হলে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও জানানো হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, "বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি'সুজার মৃত্যুর পর মনোহর পরিক্কর সরকার বিধানসভার অন্দরে সংখ্যালঘু হয়ে পড়েছে। এমনিতেও এই সরকারের প্রতি জনসমর্থন নেই। এছাড়া, আগামী দিনে বিধায়ক সংখ্যা আরও কমতে পারে। এই পরিস্থিতিতে এমন দলকে এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া উচিত না...এখনই একক সংখ্যা গরিষ্ঠ দলকে সরকার গড়ার জন্য ডাক দেওয়া উচিত।"
চিঠির শেষে লেখা হয়েছে, আশা করা হচ্ছে রাজ্যপাল সংবিধান সম্মত পদক্ষেপই গ্রহণ করবেন।