/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/rahul-m2-759.jpg)
রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
লোকসভা ভোটের আগে আবারও নোট বাতিল ইস্যু নিয়ে পথে নামছে কংগ্রেস। গতকালই ছিল নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। গতকালও মোদি সরকারের নোট বাতিলের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধীরা। এবার সেই নোট বাতিল নিয়েই আজ দুপুরে রাজধানীতে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। এদিন রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। বিক্ষোভ প্রদর্শনের জেরে, গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা অশোক গেহলত, আনন্দ শর্মা, মুকুল ওয়াসনিক, সুস্মিতা দেব, ভূপিন্দর সিং হুদা, কেশব যাদবসহ আরও অনেকে।
এদিনের বিক্ষোভ কর্মসূতি প্রসঙ্গে এক বিবৃতি দিয়ে কংগ্রেস জানিয়েছিল যে, নোট বাতিলের জেরে মোদি জমানায় গত দু’বছরে দেশের যে দুর্দশা হয়েছে তার প্রতিবাদ জানাতে এদিন আরবিআইযের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস।
এদিকে, গতকাল নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একযোগে বিরোধীরা সুর চড়ান মোদি সরকারের বিরুদ্ধে। শুধু কংগ্রেসই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরাও তুলোধনা করেছেন মোদি বাহিনীকে। নোট বাতিলের বর্ষপূর্তিকে কালো দিন হিসেবে বর্ণনা করেন মমতা। নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
আরও পড়ুন: নোটবন্দিকে 'পরিকল্পিত ষড়যন্ত্র' বললেন রাহুল
এক সাংবাদিক বিবৃতিতে রাহুল গান্ধী বলেছেন, “২০১৬-র ৮ নভেম্বর ইতিহাসের পাতায় কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। দু’বছর আগে এই দিনে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের ওপর এই নিষ্ঠুর নীতি চাপিয়ে দিয়েছিলেন। মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি।" রাহুল কটাক্ষের সুরে আরও বলেন যে, মোদির সুট-বুট বন্ধুদের কালো টাকা সাদা করাই ছিল নোট বাতিল।
নোট বাতিল আসলে অর্থ নয়ছয়ের কারবার বলে কটাক্ষ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। দু’বছর আগে মোদি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। নোট বাতিল দেশের সবথেকে বড় দুর্নীতি বলে কটাক্ষ করেছে সিপিএম।
অন্যদিকে, এদিনও নোট বাতিলের হয়েই সওয়াল করল বিজেপি। নোট বাতিলের ফলে দেশবাসী উপকৃত হয়েছেন বলেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। একইসঙ্গে নোট বাতিলের জেরে দেশবাসীর মধ্যে কী প্রভাব পড়েছে, তা নিয়ে বিশেষ নোটও লেখেন জেটলি। কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে নোট বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই ফের দাবি করেছে বিজেপি। যদিও নোট বাতিলের সিদ্ধান্তের সময়, কালো টাকা রোখা নিয়ে কেন্দ্রের যুক্তি আরবিআই খারিজ করেছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us