Advertisment

মোদীকে বিঁধে অভিষেকের ছবি সহ টুইট কংগ্রেসের! জোট জল্পনা তুঙ্গে

'শত্রুকে সবসময় কাছে রাখতে হয়, এই প্রবাদকেই মেনে চলছেন নরেন্দ্র মোদী।'

author-image
IE Bangla Web Desk
New Update
Congress tweet with picture of abhishek banerjee for attack Modi congress tmc alliance speculation

অভিষেককে সমর্থন করে টুইট কংগ্রেসের।

পেগাসাসকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি টুইট করে মোদী সরকারকে বিঁধলো কংগ্রেস। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডডলারে অভিষেককেই সমর্থন জানিয়েছে হাত শিবির। একইসঙ্গে আক্রমণ শানানো হয়েছে অমিত শাহের 'ক্রোনোলজি'র তত্বকে। যা শেয়ার করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

Advertisment

অমিত শাহের ক্রোনোলজি মন্তব্যকে হাতিয়ার করে এদিন বিজেপিকে বিঁধেছে কংগ্রেস। টুইটারে লেখা হয়েছে, 'শত্রুকে সবসময় কাছে রাখতে হয়, এই প্রবাদকেই মেনে চলছেন নরেন্দ্র মোদী।' সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাতে লেখা, 'আপনারা ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়ারের টার্গেট কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদি সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন।'

সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই বিজেপি বিরোধী জোট গঠনের বার্তা দিয়ে বিরোধী দলগুলোকে ফ্রন্ট গড়ার বার্তা দিয়েছেন তিনি। তারপরই রবিবার অভিষেকের ছবি দিয়ে নজিরবিহীনভাবে টুইট করেছে কংগ্রেস। মমতার দিল্লি সফরের আগে যা সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট প্রসঙ্গও উস্কে গেল।

আরও পড়ুন- ‘মোদীজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন মমতা’, বিস্ফোরক দিলীপ ঘোষ

কংগ্রেসের টুইট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'কংগ্রেসকে ধন্যবাদ তাঁরা পেগাসাস ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়িয়েছে।'

তবে কি আগামী লোকসভায় কংগ্রেস-তৃণমূল জোট প্রায় পাকা? প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য অবশ্য এখনই তা নিশ্চিত করে বলতে পারছেন না। তাঁর কথায়, 'এখনই জোট নিয়ে কথা বলার মতো সময় আসেনি। এটা ইস্যুভিত্তিক সমর্থন।

বিজেপি স্বাভাবিকভাবেই পুরো বিষয়টিকে কটাক্ষ করেছে। বিরোধিরা কাছাকাছি এসেও মোদী সরকারকে ২০২৪ সালে উৎখাত সম্ভব নয় বলে দাবি গেরুয়া বাহিনীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc CONGRESS rahul gandhi abhishek banerjee sonia gandhi
Advertisment