scorecardresearch

কোটা বৃদ্ধি, ওপিএস ফেরানো, আইন বাতিলের প্রতিশ্রুতিতে কর্ণাটকে প্রকাশিত কংগ্রেসের ইস্তাহার

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন।

Congress Karnataka Roadmap

মুসলিমদের জন্য ৪% কোটা পুনরায় চালু করা, পুরোনো পেনশন প্রকল্প (ওপিএস) ফেরানো, ক্ষমতায় এসে বিজেপি সরকারের চালু করা যাবতীয় অন্যায় আইন এবং জনবিরোধী আইন বাতিল করা, সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০% থেকে ৭৫% করার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রকাশিত এই ইশতেহারে কংগ্রেস জানিয়েছে যে তারা সংবিধানের নবম তফসিলে সংরক্ষণের সীমা বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করবে।

পাশাপাশি ক্ষমতায় এলে আইনসভার প্রথম অধিবেশনে আর্থ-সামাজিক ও বর্ণ সুমারি প্রতিবেদন প্রকাশ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তাহারে। সেখানে বলা হয়েছে, ‘এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, লিঙ্গায়েত এবং ভোক্কালিগাদের মত বিভিন্ন সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা মেটাতে সংরক্ষণের সীমা ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা হবে। এসসিদের সংরক্ষণ ১৫% থেকে বাড়িয়ে ১৭%, এসটিদের সংরক্ষণ ৩% থেকে বাড়িয়ে ৭% করা হবে। সংখ্যালঘুদের সংরক্ষণ ৪% পুনরায় লাগু করা হবে। এর সঙ্গে লিঙ্গায়েত, ভোক্কালিগা এবং অন্যান্য সম্প্রদায়ের জন্যও সংরক্ষণ বৃদ্ধি করা হবে।’

কর্ণাটকের বর্তমান বিজেপি সরকার তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের (এসটি) জন্য সংরক্ষণে জোর দিয়েছে। ভোক্কালিগা এবং লিঙ্গায়েতদের জন্য সংরক্ষণ বৃদ্ধি করেছে। পাশাপাশি মুসলমানদের জন্য সংরক্ষণ বাতিল করেছে। আর, এগুলোকেই তাদের ভোটের প্রচারে গুরুত্ব দিয়েছে। ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। হাত মাত্র আট দিন বাকি। সেকথা মাথায় রেখেই ইস্তাহারে বিজেপি সরকারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের সুরাহা করার ওপর জোর দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সরকারি কর্মচারীদের বহুদিনের দাবি মেনে পুরোনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- জর্জরিত নানা সমস্যায়, ভারতীয় সংস্থার বিমান চালানো নিয়েই বাড়ছে উদ্বেগ

বিভিন্ন সেচ প্রকল্পের জন্য ১.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করার জন্য ঠিকাদাররা যাতে নিয়মমাফিক অর্থ পান, তা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় সরকার বাতিল করলেও যে তিনটি কৃষি আইন কর্ণাটকে এখনও বলবৎ রয়েছে, তা বাতিল করা হবে বলেই ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Congress unveils karnataka roadmap