Advertisment

‘অসমে কংগ্রেস ক্ষমতায় এলে আগে খারিজ CAA’, তেজপুরে ঘোষণা প্রিয়াঙ্কার গান্ধীর

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘ক্ষমতায় আসার আগে বছরে ২৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু গত পাঁচ বছরে ৮০ হাজার মানুষকেও কাজ দিতে পারেনি।‘

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অসমে চা শ্রমিকদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী।

কংগ্রেস ক্ষমতায় এলে আইন এনে সিএ আইন (CAA) বিলোপ করবে কংগ্রেস। দু’দিনের অসমে সফরে এই প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার তিনি দেশের উত্তর-পূর্ব প্রান্তের এই রাজ্যে পা রাখেন। অন্য চারটি রাজ্যের সঙ্গে অসমে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে বিজেপি। ভোটমুখী সেই রাজ্যের বৈতরণী পার হতেই পাঁচ অ্যাজেন্ডায় জোর দিলেন কংগ্রেসের সম্পাদক। এদিন তিনি বিশ্বনাথে চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রতিশ্রুতিভঙ্গের জন্য কাঠগড়ায় তোলেন রাজ্যের বিজেপি পরিচালিত সর্বানন্দ সোনওয়াল সরকারকে।

Advertisment

নির্বাচনী প্রচারের ফাঁকে রাজ্যব্যাপী সেই প্রতিবাদ সভার ডাক দিয়েছে অসম কংগ্রেস। সে রাজ্যে বেড়ে চলা বেকারত্বের প্রতিবাদে এই কর্মসূচি। তেজপুরে সেই কর্মসূচিতে যোগ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘ক্ষমতায় আসার আগে বছরে ২৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু গত পাঁচ বছরে ৮০ হাজার মানুষকেও কাজ দিতে পারেনি।‘

তাঁর মন্তব্য, ‘ভোট দেওয়ার আগে নেতা চিনুন, মানুষ চিনুন। কারা আপনার পাশে থাকছেন। যদি তাঁদের সত্যি চিনতে না পারেন, তাহলে রাজ্যের ভবিষ্যৎ বদলাতে পারবেন না।‘ তিনি বলেন রাজ্যবাসীর কাছে ৫টি গ্যারান্টি দিচ্ছে কংগ্রেস। ১) নাগরিকত্ব আইন বাতিলে বিশেষ আইন ২) বছরে ৫ লক্ষ সরকারি চাকরি ৩) চা শ্রমিকদের ন্যুনতম ভাতা ৩৬৫ টাকা করা ৪) ঘরপিছু ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ৫) গৃহবধূদের প্রতিমাশে ২০০০ টাকা হাতখরচ।

তাঁর দাবি, ‘কংগ্রেস কখনও ফাকা আওয়াজ দেয় না। এই নির্বাচন বিশ্বাসের নির্বাচন। পাঁচ বছর আগে একটা দল ২৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সিএ আইন দিয়েছে। কিন্তু কংগ্রেস আপনাদের ফাঁকা প্রতিশ্রুতি দেবে না। বরং ৫টি গ্যারান্টি দেবে।‘

bjp Priyanka Gandhi Assam caa
Advertisment