Advertisment

‘কংগ্রেসের হাতেই ফিরবে মধ্য়প্রদেশ’, উপনির্বাচনের মুখে ‘আত্মবিশ্বাসী’ কমলনাথ

‘‘রাজ্য়ের মানুষ ও ভোটারদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, বিশেষত, এই ২৮টি কেন্দ্র থেকে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
kamal nath congress, কমলনাথ

কমলনাথ।

মধ্য়প্রদেশের মসনদে আবারও বসবে কংগ্রেস, উপনির্বাচনের মুখে এমন জোরালো আত্মবিশ্বাসই শোনা গেল কমলনাথের গলায়। চলতি বছরের মার্চ মাসেই মাত্র ১৫ মাসের কমলনাথের সরকার ভেঙে খানখান হয়ে গিয়েছিল। কংগ্রেসকে টেক্কা দিয়ে সে রাজ্য়ের ক্ষমতা দখল করে নেয় বিজেপি। আগামী ৩ নভেম্বর মধ্য়প্রদেশের ২৮টি কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই সে রাজ্য়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর এমন ‘আত্মবিশ্বাস’ উল্লেখযোগ্য় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

ঠিক কী বলেছেন কমলনাথ?

সংবাদসংস্থা পিটিআই-কে কংগ্রেস নেতা বলেছেন, ‘‘রাজ্য়ের মানুষ ও ভোটারদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, বিশেষত, এই ২৮টি কেন্দ্র থেকে। তাঁরা সকলেই অবগত যে, বিজেপি সরকার মানুষের রায়কে নিয়ে লেনদেন করেছে। গত ৭ মাসে কোনও বদল হয়নি। কৃষকদের দুর্দশা চরমে পৌঁছেছে। বেকারত্ব বেড়েছে...মানুষ সবই বোঝে। মধ্য়প্রদেশের ভোটাররা সরল, নিষ্পাপ, গরিব কিন্তু তাঁরা বুদ্ধিমান’’।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে জোর ধাক্কা কংগ্রেসের, কমলনাথের ‘তারকা প্রচারক’ তকমা কাড়ল কমিশন

এরপরই কমলনাথ বলেছেন, আগামী ১০ নভেম্বর উপনির্বাচনের গণনার পরই রাজ্য়ের ক্ষমতায় ফিরবে কংগ্রেস। উল্লেখ্য়, সে রাজ্য়ের ক্ষমতায় ফিরতে হলে কংগ্রেসকে ২৮টি আসনেই জিততে হবে। ২৩০ আসনের বিধানসভায় সংখ্য়াগরিষ্ঠতা পেতে বিজেপিকে ৯টি আসনে জিতলেই হবে।

এদিকে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমলনাথের তারকা প্রচারকের মর্যাদা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ‘মাফিয়া’, ‘মিলাওয়াতখোর’ মন্তব্য় ও বিজেপির মহিলা প্রার্থী ইমরতি দেবী সম্পর্কে ‘আইটেম’ মন্তব্য করেছিলেন কমলনাথ। যার প্রেক্ষিতেই উপনির্বাচনের আগে কমলনাথের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় বিজেপি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment