scorecardresearch

মেঘালয়ে বিজেপি গুরুত্বহীন, কনরাডের কার্যকলাপ বসে দেখতে বাধ্য হলেন মোদী

ভোটপ্রচারে বিজেপিকে তোপ দেগেছিলেন এনপিপি প্রধান।

Conrad_Sangma 2
শপথ নিচ্ছেন কনরাড সাংমা। ছবি সৌজন্য: এএনআই

মেঘালয়ে সরকার গঠন নিয়ে টালবাহানার অবসান। ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনরাড সাংমা। এর আগে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) বিকল্প জোট গঠনের চেষ্টা চালাচ্ছিল। শেষপর্যন্ত সেই পরিকল্পনা ছেড়ে তারা ন্যাশনাল পিপলস পার্টিকেই (এনপিপি) সমর্থনের কথা জানিয়েছে।

তার জেরে কনরাড সাংমার সামনে মুখ্যমন্ত্রী হওয়ার বাধা দূর হয়ে যায়। শেষে, মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কনরাড। এই নিয়ে টানা দ্বিতীয়বার তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে কনরাডের দল বিজেপির সঙ্গ ছাড়ে। কনরাড জানান, তাঁর দল একাই ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু, তাঁর সেই স্বপ্ন সফল হয়নি। এনপিপি অর্ধেকের বেশি আসন বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দূর, ২৬ পেয়েই থমকে যায়।

ফলাফলে প্রত্যাশা না-মিটলেও ২০১৮-র চেয়ে এবার বেশি আসন পেয়েছে কনরাডের দল। সেবার পেয়েছিল ১৯। যার অর্থ, এবার তাদের আসনসংখ্যা সাত বেড়েছে। ভোটপ্রচারেও বিজেপির বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছেন এনপিপি প্রধান। তবে, ভোট মিটতেই বিজেপির দুই বিধায়ক জানিয়ে দেন, তাঁরা এনপিপিকে সমর্থন করবেন।

কিন্তু, বিজেপি বিধায়কদের সেই সমর্থনের কোনও গুরুত্ব ছিল না। কারণ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এনপিপির আরও তিন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। এরপরই কনরাডের পাশে দাঁড়ান দুই নির্দল বিধায়ক, হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচএসপিডিপি) দুই বিধায়ক, দ্য পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ)-এর বিধায়ক। এমনকী সমর্থনের কথা জানিয়ে দেয় ইউডিপি-ও।

এর আগে ইউডিপিও অএনপিপি, অবিজেপি জোট গঠনের চেষ্টা করেছিল। কিন্তু, সফল হয়নি। এতগুলো দল এনপিপিকে সমর্থন করায় আর বিজেপির সমর্থনের কোনও প্রয়োজনই রইল না কনরাডের কাছে। বর্তমানে মেঘালয়ের ৬০ আসনের বিধানসভায় এনপিপি নেতৃত্বাধীন সরকারের ঝুলিতে আছে ৪৫ বিধায়কের সমর্থন।

আরও পড়ুন- ত্রিপুরায় ফের মানিক-রাজ, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে ‘ভদ্র রাজনীতিবিদ’

প্রথমবার ২০০৮ সালে বিধায়ক হয়েছিলেন কনরাড। তাঁর বাবা লোকসভার প্রাক্তন স্পিকার পূর্ণ সাংমার ছত্রছায়ায় বেড়ে উঠেছিল তাঁর রাজনৈতিক কেরিয়ার। অর্থনীতিতে এমবিএ কনরাড ২০০৯ সাল পর্যন্ত মেঘালয়ের অর্থমন্ত্রী ছিলেন। সেই সরকার ছিল বহুদলীয় রামধনু জোটের। যথারীতি সরকারে ভাঙন ধরে। কনরাড মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা হন।

সেই সময় মেঘালয়ে ছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। ২০১৫ সালে গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচনে কনরাডের এনপিপি জয়ী হয়। পরের বছরই পূর্ণ সাংমা মারা যান। সেই সময় এনপিপির দায়িত্ব হাতে তুলে নেন কনরাড। ২০১৬ সালে তিনি তুরা আসন থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Conrad sangma of npp back as cm in meghalaya