করোনার রেকর্ড সংক্রমণ সত্ত্বেও ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণেই, দাবি বিজেপি সভাপতির

'যেখানে তাবড় তাবড় দেশ দিশেহারা, সেখানে ভারতের পরিস্থিতি এখনও পর্যন্ত আয়ত্তেই রয়েছে'।

'যেখানে তাবড় তাবড় দেশ দিশেহারা, সেখানে ভারতের পরিস্থিতি এখনও পর্যন্ত আয়ত্তেই রয়েছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
j p nadda, nadda, জে পি নাড্ডা, নাড্ডা, বিজেপি সভাপতি

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশে রোজই নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে প্রায় ৮ হাজার। তা সত্ত্বেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তিতে ভিডিও কনফারেন্সে নাড্ডা বলেছেন, তাবড় তাবড় দেশ যেখানে আজ দিশেহারা, সেখানে ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নাড্ডা।

Advertisment

ঠিক কী বলেছেন বিজেপি সভাপতি?
জে পি নাড্ডা এদিন বলেন, ''সাফল্য় ও অকল্পনীয় চ্য়ালেঞ্জের এক বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে থেকে লড়ছেন। করোনা মোকাবিলায় দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেখানে তাবড় তাবড় দেশ দিশেহারা, সেখানে ভারতের পরিস্থিতি এখনও পর্যন্ত আয়ত্তেই রয়েছে''। নাড্ডা আরও বলেছেন যে কেন্দ্র সঠিক সময়ে দেশজুড়ে লকডাউন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: পঞ্চম দফা লকডাউনে আরও ছাড়, শপিং মল, রেস্তোরাঁ খোলার নির্দেশ দেবে রাজ্যই

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শনিবার নতুন করে করোনায় ২৬৫ জনের মৃত্য়ু হয়েছে। সেইসঙ্গে নতুন কোভিড ১৯ কেসের সংখ্য়া হয়েছে ৭ হাজার ৯৬৪। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। যার মধ্য়ে মৃত্য়ু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের।

Advertisment

অন্য়দিকে, রাত পোহালেই শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। ১ জুন থেকে পঞ্চম দফার লকডাউন শুরু হচ্ছে দেশে। লকডাউনের পঞ্চম ধাপে আরও কিছু ক্ষেত্রে শিথিল করা হতে পারে। কী কী শিথিল করা হবে, তা ঠিক করার দায়িত্ব রাজ্য়ের হাতেই তুলে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নাইট কার্ফু শিথিল করতে পারে সরকার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus