scorecardresearch

সামাজিক দূরত্ব না মানার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে

কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নাস্য়াত করে দিয়েছেন। বরং তিনি সামাজিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।

সামাজিক দূরত্ব না মানার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে
রায়গঞ্জে মাস্ক বিতরণ করছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। ছবি- কৌশিক সেন

প্রধানমন্ত্রীর জারি করা লকডাউন ও হোম আইসোলেশনে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানার ব্যাপারে একাধিক অভিযোগ উঠলো খোদ দলেরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। এদিন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। এই নিয়ে একাধিক রাজনৈতিক মহল মন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নির্দেশিত বিধিভঙ্গ’র অভিযোগ তুলেছেন। ব্য়বস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলাশাসকের কাছে।

বিজেপি নেত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বামৃ-তৃণমূল দুপক্ষই। জেলার চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজ জানিয়েছেন, “লকডাউনের মধ্যে মন্ত্রী দিল্লি থেকে এসে রায়গঞ্জ শহরের বাড়িতে ২ দিন থাকার পরেই এদিন মাস্ক বিলি করে রাজনীতি করতে নেমে পড়লেন। তাঁর দলের নেতা তথা প্রধানমন্ত্রীকেই তিনি মানেননি। বাইরে রাজ্য থেকে (বিশেষ করে দিল্লি) আসার পর নিয়ম অনুযায়ী তাঁর ১৪ দিন হোম আইসোলেশনে থাকা উচিৎ ছিল। তার মধ্যে ওই ভাইরাস রয়েছে কি না, কেউ জানে না। দ্বিতীয়ত মাস্ক বিলি করতে গিয়ে দলের কর্মীদের নিয়ে তিনি রাস্তায় ভিড় সৃষ্টি করেছেন। স্যোসাল ডিস্ট্যানসিং তিনি কিছুই মেনে চলেননি। মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমি জেলাশাসককে অভিযোগ করেছি।”

ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি জেলাশাসকের কাছে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেও। জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, “তাঁর দলের পক্ষ থেকেই নিয়ম জারি করা হচ্ছে। আবার সেই দলেরই মন্ত্রী তা ভাঙছেন। আমরাও মন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন আচরণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে অভিযোগ করেছি।”

যদি কেন্দ্রীয় মন্ত্রী বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নাস্য়াত করে দিয়েছেন। বরং তিনি সামাজিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন। কেন্দ্রী মন্ত্রী ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, “করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দ্যেশ্যেই আমাকে পথে নামতে হয়েছিল। তবে এই কর্মসূচিতে সামিজিক দূরত্ব মেনে চলা হয়েছে।”

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Coronavirus mask distribution controversial central minister north dinajpur