Advertisment

এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে ‘কৌশলী’ বিজেপি

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক কত জন জঙ্গি মারা গিয়েছে, সে ব্যাপারে কোনও সংখ্যা না উল্লেখ করতে দলীয় নেতাদের পরামর্শ দিয়েছে নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

এয়ার স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, সেই সংখ্যা নিয়ে মুখে কুলুপ আঁটা শুরু করেছে পদ্মবাহিনী।

বালাকোটে এয়ার স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে? যত দিন গড়াচ্ছে এই লাখ টাকার প্রশ্ন ঘিরে ততই শাসক-বিরোধী সংঘাত চড়ছে। এয়ার স্ট্রাইকে এই প্রশ্ন বিতর্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে অমিত শাহের ‘২৫০-এরও বেশি জঙ্গির মৃত্যুর’ তত্ত্ব। যে দাবি নিয়ে শাসকদলের অস্বস্তি বেড়েছে বৈকি কমেনি। বিজেপি সভাপতির ‘বেফাঁস’ মন্তব্য থেকে নজর ঘোরাতে তাই এ নিয়ে একটু বেশিই ‘সক্রিয়’ বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেকারণেই এয়ার স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, সেই সংখ্যা নিয়ে মুখে কুলুপ আঁটা শুরু করেছে পদ্মবাহিনী।

Advertisment

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ থেকে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সকলেই এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে বেশি সতর্ক। তাই ‘লাখ টাকার প্রশ্নের’ সরাসরি জবাব না দিয়ে বিরোধীদের উদ্দেশে বিজেপি নেতাদের একটাই বক্তব্য, ভারতীয় সেনার উপর ভরসা রাখুন। এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া বন্ধ করুন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক কত জন জঙ্গি মারা গিয়েছে, সে ব্যাপারে কোনও সংখ্যা না উল্লেখ করতে দলীয় নেতাদের পরামর্শ দিয়েছে নেতৃত্ব।

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদ যেমন বলেছেন, ‘‘সরকারের হয়ে জঙ্গি মৃত্যুর সংখ্যা আমি দেব না। আগেই বলেছি, ৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীর পেরিয়েছিল। বড়সড় হামলা চালিয়ে ২০-২৫ মিনিট পর ফিরেছিল।’’ অন্যদিকে, জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে শাহর বক্তব্য প্রসঙ্গে রবিশংকর বলেছেন, ‘‘বায়ুসেনা জানিয়েছে, এটা সরকার জানাবে। দলের সভাপতি যা বলেছেন, সেটা হয়তো অনুমানভিত্তিক। সংখ্যাটা বেশিও হতে পারে...আমরা এ নিয়ে চর্চা চাই না।’’

এদিকে, রবিশংকর প্রসাদের মতো জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে টুঁ শব্দটি কাড়েননি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কতজন জঙ্গি মারা গিয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনও সংখ্যা বলেননি বিদেশ সচিব বিজয় গোখলে। প্রসঙ্গত, সেদিন বিদেশ সচিব বলেছিলেন, ‘‘এয়ার স্ট্রাইকে বহু সংখ্যক জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে জইশের সিনিয়র কমান্ডার, ট্রেনাররা।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘‘কয়েকজন রাজনৈতিক নেতা প্রশ্ন করছেন এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে। এটা শীঘ্রই জানানো হবে।’’

আরও পড়ুন, মোদী-অমিত শাহ তো ৩০০ জঙ্গির মৃত্যুর কথা বলেননি: বিজেপি সাংসদ

অমিত শাহর ‘‘২৫০ জন জঙ্গি মৃত্যুর’ মন্তব্য ‘অনুমানভিত্তিক’ বলে রবিশংকর প্রসাদের মতোই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। তিনিও বলেছেন, ‘‘শাহ নির্দিষ্ট করে কোনও সংখ্যা বলেননি। আনুমানিক সংখ্যা বলেছেন।’’

অন্যদিকে, কৃষি মন্ত্রী রাধামোহন সিং বলেছেন, এয়ার স্ট্রাইকে ৪০০ জন মারা গিয়েছে। তিনি বলেন, ‘‘ওরা ৪০ জনকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমাদের সেনা পাকিস্তানে গিয়ে ৪০০ জনকে মেরেছে।’’

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ঠিক কতজন মারা গিয়েছে, প্রশ্ন মমতার

ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে বলা হয়েছে, এয়ার স্ট্রাইকের আগে ওই এলাকায় ৩০০টি মোবাইল ফোন সক্রিয় ছিল। সুতরাং এই হিসেব দেখে অনুমান করা যায় কতজন জঙ্গির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সোমবার ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেন, ‘‘কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, সেই সংখ্যা গোনা ভারতীয় বায়ুসেনার কাজ নয়। এটা সরকারই জানাবে।’’ গত ২ মার্চ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশ করা হয় যে, এয়ার স্ট্রাইকে ৪টি ভবন ধ্বংস করা হয়েছে। তবে কতজন জঙ্গি মারা গিয়েছে, তা অনুমানভিত্তিক।

Read the full story in English

bjp national news
Advertisment