Advertisment

টি টোয়েন্টির ন্যায় উত্তেজনায় ফুটছে কর্ণাটক,শুরু ভোট গণনা, কুর্সিতে কে? অপেক্ষা কিছু সময়ের

সকাল ৮টা থেকে কর্ণাটকের ৩৬টি কেন্দ্রজুড়ে ভোট গণনা শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
assembly election results 2023, Karnataka election results 2023 vote counting, Karnataka election polls results 2023, assembly election results 2023 live, assembly election results 2023 Karnataka, Karnataka result, Karnataka election news, Karnataka assembly election news, PM Modi, PM Narendra Modi, BJP, BJP Karnataka, Rahul Gandhi, Rahul Gandhi news, Congress, Congress Karnataka, BJP Karnataka election results, Congress Karnataka election results, Election Commision of India, ECI" />

কর্নাটকে কুর্সিতে কে? আজ বিধানসভার ভোটের ফল ঘোষণা। কর্ণাটকের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। প্রাথমিক প্রবণতা কিছুক্ষণের মধ্যেই সামনে আসতে শুরু করবে।

Advertisment

১০ মে, রাজ্যের ২২৪ টি বিধানসভা আসনে ৭২.৮২ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে দিল্লিতে কংগ্রেস অফিসে রীতিমত উৎসবের মেজাজ। ঢাক ঢোল পিটিয়ে উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস সমর্থকরা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ভোট গণনার আগে বলেন, ‘আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আমরা ভাল কিছুর আশা করি'। ভোট গণনা ঘিরে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৮টা থেকে কর্ণাটকের ৩৬টি কেন্দ্রজুড়ে ভোট গণনা শুরু হয়েছে। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে বিধানসভার কুর্সি ঘিরে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কর্ণাটকের বিধানসভায় মোট আসন সংখ্যা ২২৪ টি। কর্ণাটকে সরকার গড়তে মরিয়া বিজেপি। তবে এবারের ভোটে কংগ্রেসও কোনভাবেই পিছিয়ে নেই। এছাড়াও কর্ণাটকের স্থানীয় দল জেডিএস রয়েছে এই লড়াইয়ে। কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে রেহমান খান বলেছেন, ‘আজ কর্ণাটকের জন্য একটি বড় দিন। আমরা আশাবাদী যে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। মানুষ পরিবর্তন চায়’।

দক্ষিণের এই রাজ্যের শাসন ভার শেষ পর্যন্ত কার হাতে যায়, তা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলেই রয়েছে চরম কৌতূহল। বিশেষত, বুথ ফেরত সমীক্ষাগুলিতে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে শনিবার ভোট গণনার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পর রীতিমতো টি টোয়েন্টি ম্যাচের মতোই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে৷ শেষের হাসি কে হাসবে তা স্রেফ সময়ের অপেক্ষা।

karnataka elections
Advertisment