Advertisment

MNREGA প্রকল্পে এসসি/এসটি-দের পৃথক তালিকা কেন? কেন্দ্রকে চিঠি উদ্বিগ্ন বৃন্দা কারাতের

এর আগেও এমন বঞ্চনার কবলে পড়েছে সমাজের পিছিয়ে থাকা এই শ্রেনী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মনরেগা প্রকল্পে মজুরি প্রদানে এসসি/এসটি শ্রেনীর পৃথক তালিকা কেন? কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে প্রশ্ন করে চিঠি পাঠালেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। সরকারি এক বিশেষজ্ঞ কমিটি মনরেগা প্রকল্পে প্রত্যেক রাজ্যকে পৃথক তালিকা তৈরিতে নির্দেশ দিয়েছে। সাধারণ শ্রমিক তালিকা আর এসসি/এসটি শ্রমিক তালিকা। এভাবে তালিকাভুক্তদের মনরেগা মজুরি দেওয়া হবে। এখানেই আপত্তি তোলেন বৃন্দা কারাত।

Advertisment

এবার থেকে কেন্দ্রীয় বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে পৃথক এসসি/এসটি তালিকা নির্মাণের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। চাহিদা অনুসারে শ্রম বাজেট, বাজারভিত্তিক মজুরি এবং সার্টিফিকেট প্রদানে পৃথক এই তালিকা গৃহীত হবে।

তবে এবার পৃথক তালিকা মেনে মজুরি প্রদানে আদতে বঞ্চিত হবে এসসি/এসটি তালিকাভুক্তরা। এর আগেও এমন বঞ্চনার কবলে পড়েছে সমাজের পিছিয়ে থাকা এই শ্রেনী। ব্যাঙ্কিং এবং অ্যাকাউন্টস খোলাতেও হবে সমস্যা। চিঠিতে এমন কথাই লিখেছেন ওই সিপিএম নেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Brinda Karata MNREGA Modi Government
Advertisment