Advertisment

কসবায় কান ধরে পুলিশকে ওঠবোস করাবেন শতরূপ ঘোষ

২৪ ঘণ্টাও হয়নি, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বীরভূমে। লকেটের বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশকে হুমকির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুলিশকে হুমকি শতরূপের

বিজেপি-র দিলীপ ঘোষের পর সিপিএমের শতরূপ ঘোষ। পুলিশের উদ্দেশে হুমকি দেওয়ার ব্যাপারে পিছিয়ে রইলেন না কেউই। দুদিনের ভারত বনধের প্রথম দিনে এক পুলিশ কর্মীকে কান ধরে ওঠবোস করানোর হুমকি দিলেন এই সিপিএমের সবেধন নীলমণি এই তরুণ তুর্কি।

Advertisment

নিজের ফেসবুক পেজে এই হুমকি শেয়ার করেছেন খোদ শতরূপ ঘোষ। তাঁর অভিযোগ, কসবা মোড়ে এক কর্তব্যরত পুলিশ কর্মী বনধ সমর্থক মহিলাদের গায়ে হাত দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই শতরূপ রুদ্রমূর্তি ধারণ করেন। তিনি বলেন, ওই পুলিশকর্মী ততদিনই সুরক্ষিত যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকবেন। বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতা হারালেই ওই পুলিশকর্মীকে কসবা মোড়ে নিয়ে এসে কান ধরে ওঠবোস করানো হবে। তবে মমতা ক্ষমতাহারা হতে হতে যদি ওই পুলিশকর্মী অবসর নিয়ে নেন, তবে যে তিনি বেঁচে যাবেন, সে কথাও অবশ্য বলে রেখেছেন শতরূপ।

২৪ ঘণ্টাও হয়নি, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বীরভূমে। লকেটের বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশকে হুমকির। পুলিশকে হুমকি দেওয়ার ব্যাপারে অবশ্য অনেক আগেই রেকর্ড করে রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অবশ্য শুধু বিরোধী দলই নয়, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলও কয়েক বছর আগে পুলিশের মাথায় বোম মারার হুমকি দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসুস্থ অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায় বলেই এসব বলে ফেলেন বীরভূমের ওই নেতা।

police bharat bandh Cpm
Advertisment