Advertisment

‘এটা বাংলার বিধানসভা নয়’, কাটমানি তরজায় উত্তাল লোকসভাকে স্মরণ করালেন স্পিকার

তৃণমূল-বিজেপি বাগযুদ্ধের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা স্মরণ করালেন, ‘‘মাননীয় সদস্য, লোকসভা পশ্চিমবঙ্গের বিধানসভা নয়’’।

author-image
IE Bangla Web Desk
New Update
om birla, ওম বিড়লা

ওম বিড়লা। ছবি: টুইটার।

যত দিন গড়াচ্ছে, কাটমানি নিয়ে ততই চড়ছে পারদ। পশ্চিমবঙ্গে কাটমানি উত্তেজনার সেই ঢেউ এবার আছড়ে পড়ল ভারতীয় সংসদেও। বুধবারও কাটমানি ইস্যুতে উত্তাল হল লোকসভার অধিবেশন। মঙ্গলবারই সংসদে এ বিষয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদের সেই অভিযোগের পাল্টা এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে নেই, অথচ তাঁর বিরুদ্ধে এখানে অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি, সুদীপ বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলা নিয়েও এখানে আলোচনা হচ্ছে, এমনটা হলে বিহার-উত্তরপ্রদেশ নিয়েও কথা হবে’’। সুদীপের এই মন্তব্য শোনামাত্রই রে রে করে ওঠেন বিজেপি সাংসদরা। এরপর তৃণমূল-বিজেপি বাগযুদ্ধের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা স্মরণ করাান, ‘‘মাননীয় সদস্য, লোকসভা পশ্চিমবঙ্গের বিধানসভা নয়’’।

Advertisment

আরও পড়ুন: ‘কালীঘাটে ১৩টি ফ্ল্যাট, পুরী-গোয়াতে হোটেল, তৃণমূল সুপ্রিমোকে উত্তর দিতে হবে’

এদিন ঠিক কী বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

বুধবার সংসদে কলকাতা উত্তরের সাংসদ বলেন, ‘‘গতকাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ২৫ শতাংশ থাকে দলের কর্মীদের কাছে, আর ৭৫ শতাংশ কাটমানি মুখ্যমন্ত্রী রেখেছেন। ঠিক একই ভাবে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় এ ধরনের অভিযোগ করা হয়, তাহলে ভাল দেখাবে না। সংসদে থাকেন না মমতা বন্দ্যোপাধ্যায়’’। এরপরই সুদীপ বলেন, ‘‘বাংলার আইনশৃঙ্খলা নিয়েও এখানে আলোচনা হচ্ছে, এমনটা হলে বিহার-উত্তরপ্রদেশ নিয়েও কথা হবে’’। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনামাত্রই চিৎকার শুরু করন বিজেপি সাংসদরা। তৃণমূল-বিজেপি বাগযুদ্ধের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ‘‘মাননীয় সদস্য, লোকসভা পশ্চিমবঙ্গের বিধানসভা নয়’’। প্রসঙ্গত, কাটমানি ও বাংলার আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়েছে সংসদ। সেই প্রেক্ষিতে স্পিকারের এদিনের মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে সংসদে: মহুয়া মৈত্র

কাটমানি নিয়ে কী বলেছিলেন লকেট চট্টোপাধ্যায়?

মঙ্গলবার সংসদে লকেট বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, ২৫ শতাংশ টাকা ওখানে দাও, ৭৫ শতাংশ আমাকে দাও। তার মানে, মুখ্যমন্ত্রীর কাছে ৭৫ শতাংশ আছে’’। এরপরই লকেটের দাবি, ‘‘কালীঘাটে ১৩ খানা ফ্ল্যাট, পুরী-গোয়াতে কাটমানির পয়সায় হোটেল, থাইল্যান্ড থেকে সোনা আসছে। কাটমানির পয়সা কোথায়, তৃণমূল সুপ্রিমোকে এর উত্তর দিতে হবে’’।

bjp tmc
Advertisment