Advertisment

বুলবুল নিয়ে রাজনীতি নয়, টাস্ক ফোর্স গড়ে কড়া বার্তা মমতার

জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি পুলিশ আধিকারিকদেরও এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, বুলবুল, bulbul, ঘূর্ণিঝড় বুলবুল,cyclone bulbul, bulbul news, mamata news, মমতার খবর, বুলবুলের খবর

সোমবার কাকদ্বীপে মমতা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বুলবুল তাণ্ডবে বিধ্বস্ত এলাকাবাসীদের নিয়ে ‘কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুঠতে পারে’, এ ব্যাপারে এবার জেলা প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি পুলিশ আধিকারিকদেরও এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন মমতা। এ ধরনের কোনও ঘটনা সামনে এলে, তা অবিলম্বে জেলা টাস্ক ফোর্সকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

আরও পড়ুন: সিপিএম-এর প্রাক্তন মন্ত্রী পুলিশ হেফাজতে, ৬৩৮ কোটি টাকা ঘুষের অভিযোগ

সোমবার বকখালিতে বুলবুল বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বে টাস্ক ফোর্স গড়েছেন মমতা। বুলবুলের দাপটে তছনছ হয়ে যাওয়া এলাকাকে ছন্দে ফেরানোর কাজই মূলত করবে এই টাস্ক ফোর্স। একইসঙ্গে বুলবুলের হানায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বুলবুল বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার কথা মমতার।

আরও পড়ুন: বুলবুল মোকাবিলায় ‘তৎপর’ মমতার প্রশংসায় রাজ্যপাল

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতি ৪৮ ঘণ্টায় টাস্ক ফোর্স বৈঠকে বসবে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পুনর্বাসন ও পুননির্মাণের কাজ নিয়ে সমীক্ষা করবে টাস্ক ফোর্স...প্রশাসন দুর্দান্ত করেছে। তা না হলে বিপর্যয়ের পরিমাণ আরও বেশি হত...ওঁরা (সরকারি আধিকারিক) যদি ১.৭৮ লক্ষ মানুষকে নিরাপদে না সরাতেন, তাহলে জানি না কী ঘটতে পারত। কেন্দ্র সরকারও প্রশংসা করেছে এ নিয়ে’’। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও না জানানোয়, আধিকারিকদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বুলবুল তাণ্ডব প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। এই সংখ্যা বাড়তে পারে...এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২ লক্ষ বাড়ি ভেঙে পড়েছে’’।

Read the full story in English

Mamata Banerjee
Advertisment