/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/dakhi1.jpg)
উজবেক রাষ্ট্রপতির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় ব্যাকড্রপে দক্ষিনেশ্বর মন্দিরের ছবি ব্যবহার করা হল। এর আগে প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে এসেছে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। তবে, আন্তর্জাতিক কোনও বৈঠকের ব্যাকড্রপে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি ব্যবহার এক কথায় নজিরবিহীন। ভারতীয় সংস্কৃতি তুলে ধরতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Speaking at the India Uzbekistan Virtual Summit. https://t.co/MuEMaXAEVi
— Narendra Modi (@narendramodi) December 11, 2020
এই বিষয়টি তুলে ধরে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। টুইটে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই আজ ভারত- উজবেকিস্তান সামিটে ব্যাকড্রপ দৃশ্য হিসেবে দক্ষিণেশ্বর মন্দিরকে তুলে ধরার জন্য। এটি বাংলা তথা বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়।'
Thank you PM Shri @narendrmodi ji for honouring the legacy of West Bengal by using the Dakshineswar temple as a backdrop of India-Uzbekistan summit. It is an honour for Bengal and Bengalees around the world. pic.twitter.com/3wAexloFTI
— BJP Bengal (@BJP4Bengal) December 11, 2020
বাংলা জয়ই বিজেপির লক্ষ্য। স্বপ্নপূরণে একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, নেতা বাংলায় আসা-যাওয়া শুরু করেছে। যাঁদের গায়ে 'বহিরাগত' তকমা সেঁটে দিয়ে সোচ্চার তৃণমূল শিবির। 'বহিরাগত' ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখনই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভাষার প্রয়োগ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেছেন, 'দেশের নাগরিকদেরই বহিরাগত বলছেন মুখ্যমন্ত্রী! ভারত এক দেশ, এখানে সব নাগরিক সমান। এক জন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কীভাবে এমন ভাষা প্রয়োগ করেন। ক্ষমা চাইলে ওনারই সম্মান বাড়বে।'
মনে করা হচ্ছে, ভোটের আগে তৃণমূলের আক্রমণ ভোঁতা করতে তাই আন্তর্জাতিক বৈঠকে নিজের ব্যাকড্রপে দক্ষিনেশ্বর মন্দিরের ছবি ব্যবহার করে বাঙালি আবেগকেই উসকে দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন