গত সপ্তাহের পাকিস্তানের বালাকোটে জৈশের আস্তানায় বিমান হামলায় ৩০০ জঙ্গির মৃত্যুর খবর নাকচ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি-র অমিত শাহ, কেউই ৩০০ জঙ্গির মৃত্যুর দাবি করেননি।
এক সাংবাদিক সম্মেলনে আলুওয়ালিয়া বলেন, আমি ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দুটোই দেখেছি। আমি প্রধানমন্ত্রী মোদী কী বলছেন, তাও সুনেছি। বিমানহামলার পর মোদী একটি ভাষণ দেন। সেখানে কি তিনি ৩০০ জন মারা গেছে বলে দাবি করেছেন! অমিত শাহ কি এরকম কিছু বলেছেন! দরজার পাশে বোমা ফেলে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা ধ্বংস করতে পারি। সেটারই দরকার ছিল।
সংবাদমাধ্যমের একাংশ প্রচার করছে সরকারি সূত্র মোতাবেক বিমান হামলায় ৩০০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাইপো-ও। এরকম একটা সময়েই বিষয়টিতে নতুন ব্যাখ্যা দিলেন দার্জিলিংয়ের সাংসদ।
বিজেপি সাংসদের এই বক্তব্য সামনে আসতেই মোদী সরকারের দিকে আক্রমণ শানিয়েছে সিপিএম। তারা প্রশ্ন তুলেছে, জৈশ এ মহম্মদের ঘাঁটি ধ্বংস নিয়ে মোদী সরকার যে দাবি করেছিল, তা থেকে তারা সরে আসছে কি না।
পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারত বালাকোটে বিমান হামলা চালায়। ভারতের কাছে বিশ্বাসযোগ্য খবর ছিল যে জৈশ এ মহম্মদ ভারতের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে। বিদেশ সচিব বিজয় গোখলে এক সাংবাদিক সম্মেলনে জানান ভারতীয় বিমানবাহিনী আগাম সতর্কতামূলক অসামরিক হামলা চালিয়েছে জৈশের ঘাঁটি লক্ষ্য করে।
সরকারের উঁচু মহলের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে তা নিয়ে এই মুহূর্তে যে কোনও কিছু বলা ফাটকার শামিল।