scorecardresearch

মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরের দিন সংসদে রাহুল গান্ধী, দিল্লির রাজপথে আন্দোলনের আঁচ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কংগ্রেস হাইকমাণ্ডের

rahul gandhi suspended, rahul gandhi MP status, congress protest rahul gandhi, modi remarks case, Rahul Gandhi Surat court
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কংগ্রেস হাইকমাণ্ডের

আজ সংসদে রাহুলের বক্তব্য ও আদানি ইস্যু নিয়ে বিতর্ক, স্থগিত হল লোকসভা-রাজ্যসভার কার্যক্রম। মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর আজ সকালে লোকসভায় আসেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস নেতারা সংসদে রাহুল গান্ধীর বক্তব্যের অনুমতি চেয়ে তাণ্ডব দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পরেই হট্টোগোলের জেরে সংসদ মুলতুবি হয়ে যায়।

এদিকে কংগ্রেস আজ রাজধানীতে একটি বড় আন্দোলনের পরিকল্পনা করেছে এবং রায় নিয়ে আলোচনা করার জন্য অন্যান্য দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চলেছেন। আজ সকালে সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে এক বৈঠকে বসেন বিরোধী নেতারা।

সংসদের উভয় কক্ষ- লোকসভা এবং রাজ্যসভায় ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে আজও উত্তেজনার পারদ ছিল চরমে। ব্রিটেনে তার বক্তব্যের জন্য রাহুল গান্ধীকে সংসদে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকে পদ্মশিবির।

অন্যদিকে বিরোধী সাংসদরা আদানি মামলায় হিন্ডেনবার্গে রিপোর্ট প্রকাশের পর থেকেই জেপিসি গঠনের দাবি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, এদিন সংসদে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দেওয়া সাজা নিয়েও তোলপাড় সৃষ্টি করেন কংগ্রেস সাংসদরা। এর জেরে লোকসভার কার্যক্রম ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। শাসক-বিরোধী হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও রাজ্যসভা দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Day after conviction rahul in ls congress plans agitation to meet president today