Advertisment

টিপুর মৃত্যু নিয়ে আষাঢ়ে গল্প ফেঁদে কর্ণাটকে বিপাকে বিজেপি, ক্ষুব্ধ ভোক্কালিগারা

নির্মলানন্দ স্বামী এই সব গল্প ফাঁদতে নিষেধ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tipu_Sultan

কর্ণাটকের বিজেপি নেতারা, বিশেষ করে ভোক্কালিগা সম্প্রদায়ের বিজেপির নেতৃত্ব এই দাবিতে অনড় যে, ভোক্কালিগা সর্দার উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়াই ১৮ শতকে মাইসুরুর শাসক টিপু সুলতানকে হত্যা করেছিলেন। যদিও সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মীয় নেতা নির্মলানন্দ স্বামী জানিয়েছেন যে বিষয়টি উত্থাপন করা উচিত নয়। কারণ, এর ঐতিহাসিক প্রমাণের অভাব আছে। নির্মলানন্দ স্বামীর এই কথা বলার পরও ভোক্কালিগা সম্প্রদায়ের বিজেপি নেতৃত্ব কিন্তু, নিজের বক্তব্যে অনড়। এই অনড় নেতাদের অন্যতম হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি।

Advertisment

মঙ্গলবার সাংবাদিকরা নির্মলানন্দ স্বামীর মন্তব্যের কথা রবিকে মনে করিয়ে দেন। জবাবে রবি জানান, তিনি নির্মলানন্দ স্বামীর মন্তব্যকে সম্মান করেন। কিন্তু, এই কথা বলার পরও রবি ইঙ্গিত দেন যে তিনি নির্মলানন্দ স্বামীর বক্তব্য মানবেন না। বরং, বিষয়টি নিয়ে ভোক্কালিগা সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এই প্রসঙ্গে রবি বলেন, 'আমরা এই সংক্রান্ত প্রাসঙ্গিক নথি সরবরাহ করব। আর, ভোক্কালিগা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনাও করব। উরি গৌড়া আর নাঞ্জে গৌড়া তাঁদের যোগ্য মর্যাদা পাননি।'

উরি এবং নাঞ্জে গৌড়ার ব্যাপারে বিজেপি নেতাদের বক্তব্য রীতিমতো বিতর্কিত। ইতিহাসবিদরা এই বক্তব্য এখনও অবধি সমর্থন করেননি। আর বিরোধী দল যেমন জনতা দল (সেকুলার)-এর নেতা এইচডি কুমারস্বামী তো বিষয়টিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। আর কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের অভিযোগ, ভোক্কালিগা সম্প্রদায়কে অপদস্থ করার জন্যই বিজেপি নেতারা এমন দাবি করছেন।

শিবকুমার শুধু একথা বলেই ক্ষান্ত হননি। তিনি টিপুর মৃত্যুর সঙ্গে ভোক্কালিগা সম্প্রদায়কে জড়িয়ে প্রমাণহীন মন্তব্যের জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্মলানন্দ স্বামীকে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে দক্ষিণ কর্ণাটকে প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের বৃহত্তম সংগঠন কর্ণাটক রাজ্য ভোক্কালিগারা সংঘ গোটা ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেছে। ভোক্কালিগা সম্প্রদায়ের নেতাদের একাংশের অভিযোগ, এই অবান্তর দাবি বিজেপি ভোটের দিকে তাকিয়ে করছে। দুই ভোক্কালিগা মিলে টিপুকে হত্যা করেছে। এই দাবি করে বিজেপি আসলে আসন্ন নির্বাচনে লাভের হিসেব কষছে।

Advertisment

আরও পড়ুন- ফের চোখ রাঙাচ্ছে করোনা, চিন্তিত স্বাস্থ্যমন্ত্রক তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকে, নেতৃত্বে প্রধানমন্ত্রী

সেই অভিযোগ যে নেহাতই আষাঢ়ে নয়, তা কার্যত প্রমাণই করে দিয়েছেন উদ্যানপালনমন্ত্রী মুনিরত্ন। কর্ণাটকের এই মন্ত্রী গত সপ্তাহেই উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়ার ওপর একটি সিনেমা তৈরির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত নির্মলানন্দ স্বামীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সেই সিনেমা তৈরির সিদ্ধান্ত বাতিল করেছেন। এমনিতে কর্ণাটকে ভোক্কালিগারা ঐতিহ্যগতভাবে জনতা দল সেকুলার বা জেডি (এস) এবং কংগ্রেসকে ভোট দেয়। তবে, এবার বিজেপি নেতৃত্ব ভোক্কালিগা সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করছে। কারণ, কর্ণাটকের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ভোক্কালিগা গোষ্ঠীর সমর্থন পাওয়া বিজেপির কাছে অত্যন্ত জরুরি।

bjp karnataka Tipu Sultan
Advertisment