প্রাননাশের হুমকির পোস্টার উদয়ন গুহ'র বাড়ির দেওয়ালে। এক মাসের মধ্যে মাথা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ভোটের আগের দিন চাঞ্চল্য দিনহাটা শহর জুড়ে
সাদা কাগজে আলতা দিয়ে লেখা পোস্টার। সেখানে রাজবংশী ভাষায় লেখা রয়েছে,সাদা কাগজে আলতা দিয়ে লেখা পোস্টার। সেখানে রাজবংশী ভাষায় লেখা রয়েছে, "আমার রাজ্যত থাকিয়া হামারি মানসি গুলার হারগোর ভাঙ্গি দিবার চান। আজি থেকে এক মাসের মধ্যত উদয়ন গুহ তোমার মাথা গুড়ি দিম।"
শনিবার সকালে দিনহাটায় নিজের বাড়ির দেওয়ালেই দু'টি পোস্টার লক্ষ্য করেন বিধায়ক উদয়ন গুহ। জানানো হয় পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি তুফানগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি বলেছিলেন, 'যারা রাজ্যভাগের কথা বলবে তাদের মেরে হাটু ভেঙ্গে দেওয়া হবে।' বিধায়কের এই মন্তব্যের পরই কোচবিহার জেলায় বিক্ষোভ দেখিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আর তারপরই উদয়ন গুহের বিরুদ্ধে হুমকির পোস্টার পড়ায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় দিনহাটা শহরজুড়ে।
এদিন সকালে উদয়ন গুহ ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ির দেওয়ালে রয়েছে সাদা কাগজের ওপর লাল কালী দিয়ে লেখা দু'টি পোস্টার। এরপর বিধায়ক নিজেই খবর দেন দিনহাটা পুলিশকে। পরে পুলিশ এসে পোস্টার গুলি দেওয়াল থেকে তুলে নিয়ে চলে যায়। এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, 'আমার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্যই এমন প্রাণনাশের হুমকির পোস্টার লাগানো হয়েছে। পুলিশের তদন্ত করে খুঁজে বার করুক কারা এই পোস্টার কাণ্ডের সঙ্গে যুক্ত।'