বিরোধী জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল দু’দিনের সফরে মণিপুর পৌঁছেছেন। রবিবার রাজভবনে মণিপুরের গভর্নর অনুসুইয়া উইকির সঙ্গে দেখা করবেন বিরোধী জোটের সাংসদরা।
রবিবার সকালে, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ২১ সদস্য’র সাংসদের দল রাজভবনে মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকির সঙ্গে দেখা করে রাজ্যের চলমান পরিস্থিতি এবং শান্তি ফিরিয়ে আনার সম্ভাব্য উপায় নিয়ে নিয়ে আলোচনা করবেন। ওই দিনই বিকেলে দিল্লি ফেরার কথা রয়েছে তাদের।
মে মাসের শুরু থেকে মণিপুর জাতিগত সংঘর্ষের সাক্ষী থেকেছে। হিংসার প্রাণ গিয়েছে ১৬০ জনের। হাজার হাজার মানুষ ঘরছাড়া। মণিপুর হিংসা নিয়ে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই মোদীর বিবৃতির দাবি জানিয়ে আসছেন বিরোধী দলের সাংসদরা।
এর মাঝেই বিরোধী ইন্ডিয়া জোটের মণিপুর সফর ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। সফর প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'আমরা এখানে রাজনীতি করতে আসিনি'। তিনি আরও বলেন, রাজ্যের জাতিগত সংঘর্ষ ভারতের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। মণিপুরে সংঘাতের অবসান ঘটাতে আমাদের সবাইকে শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা করতে হবে,"।
বিরোধী দলের প্রতিনিধিরা জাতিগত সংঘর্ষের স্বীকার হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করার পাশাপাশি ত্রাণ শিবিরগুলিও পরিদর্শন করবেন। কথা বলবেন মেইতি ও কুকি সম্প্রদায়ের মানুষের সঙ্গেও। প্রতিনিধি দলটি চুরাচাঁদপুরেও যাবেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন।