Advertisment

Delhi Assembly Election 2025: কেজরিওয়ালকে সরাতে 'অ্যাকশনে' মোদী, আজ থেকেই শুরু নির্বাচনী প্রস্তুতি

Delhi Assembly Election 2025: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী বছর অর্থাৎ ২০২৫-এ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। খুব শিগগিরই বিধানসভা নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করতে পারে দল।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi assembly election 2025 pm modi to address parivartan rally on december 29 at japanese park

কেজরিওয়ালকে সরাতে অ্যাকশনে মোদী, আজ থেকেই শুরু নির্বাচনী প্রস্তুতি Photograph: (ফাইল ছবি)

Delhi Assembly Election 2025: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী বছর অর্থাৎ ২০২৫-এ  রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে  পড়েছে। খুব  শিগগিরই বিধানসভা নির্বাচনের প্রথম তালিকা প্রকাশ করতে পারে দল। এ ছাড়া নির্বাচনে বিজেপিকে শক্তিশালী করতে জাপানি পার্ক থেকে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী মোদী  ২৯ শে ডিসেম্বর 'পরিবর্তন সমাবেশ'-এ অংশ নেবেন।  এদনের এই জনসভার মাধ্যমে দিল্লির মানুষকে বড় উপহারও দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

২৯শে ডিসেম্বর দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী দুটি জনসভা করবেন। দ্বিতীয় জনসভা হবে ৩ জানুয়ারি। রোহিণীর জাপানিজ পার্কে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির ক্ষমতা দখলের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ময়দানে নামছে বিজেপি, এর জন্য নির্বাচনী কৌশলও তৈরি করেছে বিজেপি। দিল্লিতে AAP সরকারকে পরাজিত করতে, দলের হেভিওয়েট নেতাদের নির্বাচনী প্রচারে মাঠে নামবে। যেটি ২৯ শে ডিসেম্বর অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী মোদীর  নির্বাচনী প্রচারের সাথে শুরু হতে চলেছে। এ কর্মসূচি সফল করতে দল পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোকের কারণে একাধিক সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।

দিল্লি নির্বাচনের তালিকা কবে প্রকাশ করবে বিজেপি?

Advertisment

যদিও দিল্লি বিধানসভা নির্বাচন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা করা হবে বলে জল্পনা। বিজেপি এখনও বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের পরই বিজেপি প্রথম তালিকা প্রকাশ করবে। তালিকায় প্রায় ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে। এর মধ্যে কিছু নাম প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন কাউন্সিলরেরও থাকতে পারে। 
AAP সমস্ত ৭০ টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে

 দিল্লি বিধানসভা নির্বাচনের ঘোষণার আগে, আম আদমি পার্টি সব কটি   বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে। অরবিন্দ কেজরিওয়াল চতুর্থবারের মতো নয়াদিল্লি বিধানসভা আসন থেকে নির্বাচনে লড়বেন। কেজরিওয়াল এই আসন থেকে তিনবার নির্বাচনে জিতেছেন। কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী অতীশিকে। ২০২০ সালে এই আসনে জিতে বিধানসভায় পৌঁছেছিলেন অতীশি। আপ ইতিমধ্যেই  নির্বাচনী প্রচার শুরু করেছে। একই সঙ্গে বিধানসভা নির্বাচন সংক্রান্ত দুটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। প্রাক্তন সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস।

Arvind Kejariwal modi
Advertisment