/indian-express-bangla/media/media_files/2025/02/08/XDtpNEkHCWTABAUW4wX0.jpg)
তিন দশকের খরা কাটিয়ে মোদী ম্যাজিকে দিল্লিতে গেরুয়া ঝড়ের দাপট Photograph: (ফাইল ছবি)
Delhi Election Result 2025 Counting Updates: তিন দশকের খরা কাটিয়ে মোদী ম্যাজিকে দিল্লিতে গেরুয়া ঝড়ের দাপট। ৪৮ আসনে বড় ব্যবধানে জয় ছিনিয়ে দিল্লির মসনদে পদ্মশিবির।
দিল্লি বিধানসভা নির্বাচনে আক্রমনাত্মক ব্যাটিং বিজেপির। চার ছয়ে হাঁকিয়ে আপাতত ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি আসনে মারকাটারি জয় গেরুয়া শিবিরের। কেজরিওয়ালের নেতৃত্বে আপ ২২ টি আসন পেয়েছে। আপ নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এবারের নির্বাচনী ফলাফল অনুসারে ৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সর্বশেষ আপডেট অনুসারে কেজরিওয়াল এবং সিসোদিয়াও ইতিমধ্যে নির্বাচনে হেরে গেছেন।
২৭ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। আপাতত সেই ছবিটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে ফলাফল সামনে আসতেই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। 'উন্নয়নের এক নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দিল্লি', সিনিয়র বিজেপি নেতা প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, "কেজরিওয়াল স্রেফ মিথ্যার উপর ভর করে চলেছেন। অপর দিকে মানুষের জন্য কাজ করে গেছে বিজেপি। এই দুইয়ের তুলনা আজ ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। মানুষ বিজেপিকে দুহাত ভরে আর্শীবাদ করেছে। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে তার কাজের জন্য বড় শাস্তি দিতে চলেছেন"। এদিকে বিজেপির এই বিরাট সাফল্যে দিল্লি জুড়ে খুশির হাওয়া পদ্মশিবিরে। আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
বেশিরভাগ এক্সিট পোল দাবি করেছে এবারের নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। নির্বাচনী ফলাফল সামনে আসতেই এক্সিট পোলের সমীক্ষা যে একেবারে সঠিক সেই ছবিটাই ধরা পড়েছে। সকাল থেকে গোটা দেশের নজর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সফলভাবে শেষ হয়েছে, ৬০ শতাংশেরও বেশি ভোটার ভোট সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন সকলের চোখ আজ সকাল ৮টায় শুরু হয় ভোটগণনা। লেটেস্ট আপডেট অনুসারে বিজেপি ৪৮টি আসনে আপ ২২টি আসনে এগিয়ে রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভা নির্বাচনে ৬০.৫৪% ভোট পড়েছে। নির্বাচনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
-
Feb 08, 2025 12:50 IST
Delhi Election Result 2025 Live Updates: ৪৮ আসনে এগিয়ে গেল বিজেপি
২৭ বছর পর ক্ষমতায় ফিরছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি। দলের এই বিপুল সাফল্যে দিল্লি বিজেপির সদর দপ্তরে উদযাপন শুরু হয়েছে। নয়া দিল্লি আসন থেকে AAP আহ্বায়ক কেজরিওয়াল হেরে গেছেন।এই আসন থেকে বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মা জয়ী হয়েছেন।শেষ পাওয়া খবর অনুসারে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
-
Feb 08, 2025 12:47 IST
Delhi Election Result 2025 Live Updates: হারলেন কেজরিওয়ালও
২৭ বছর পর ক্ষমতায় ফিরছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি। দলের এই বিপুল সাফল্যে দিল্লি বিজেপির সদর দপ্তরে উদযাপন শুরু হয়েছে। নয়া দিল্লি আসন থেকে AAP আহ্বায়ক কেজরিওয়াল হেরে গেছেন।এই আসন থেকে বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মা জয়ী হয়েছেন।
-
Feb 08, 2025 12:31 IST
Delhi Election Result 2025 Live Updates: হারলেন সিসোদিয়া
জঙ্গপুরা আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী মনীশ সিসোদিয়া হেরে গেছেন। বিজেপি প্রার্থীর কাছে ১৮৪৪ ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন তিনি।
-
Feb 08, 2025 12:28 IST
Delhi Election Result 2025 Live Updates: ৪৬ আসনে এগিয়ে, ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বিজেপি, সন্ধ্যায় ভাষণ মোদীর
৪৬টি আসনে এগিয়ে, ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বিজেপি, সন্ধ্যায় ভাষণ মোদীর।
২৭ বছর পর ক্ষমতায় ফিরছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি। দলের এই বিপুল সাফল্যে দিল্লি বিজেপির সদর দপ্তরে উদযাপন শুরু হয়েছে।
নয়া দিল্লি আসনে নAAP আহ্বায়ক কেজরিওয়াল ১৮০০ ভোটে পিছিয়ে আছেন। ৫ ফেব্রুয়ারি, দিল্লির ৭০টি আসনে ৬০.৫৪% ভোট পড়েছিল। ১৪টি এক্সিট পোলের সমীক্ষা সামনে আসে। যার মধ্যে ১২টি এক্সিট পোলে বিজেপির জয়ের ইঙ্গিত মেলে।
-
Feb 08, 2025 12:01 IST
Delhi Election Result 2025 Live Updates: জয়ের ব্যবধান আরও বাড়াল বিজেপি
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। একেবারে সর্বশেষ আপডেট অনুসারে বিজেপি ৪৫ টি আসনে এগিয়ে রয়েছে। একই সাথে, আম আদমি পার্টি ২৫ টি আসনে এগিয়ে রয়েছে।
-
Feb 08, 2025 11:52 IST
Delhi Election Result 2025 Live Updates: কেজরিওয়ালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আন্না হাজারের
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ট্রেন্ড অনুসারে, বিজেপি ৪৪টি আসনে এগিয়ে রয়েছে। একই সাথে, আম আদমি পার্টি ২৬টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে, ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। মহারাষ্ট্রের সমাজকর্মী আন্না হাজারের একটি বক্তব্যও প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, "আমি অনেক দিন ধরেই বলে আসছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীর চরিত্র ভালো হওয়া উচিত, তাঁর সম্পর্কে সাধারণের মনে ভাল ধারণা থাকা উচিত এবং ভাবমূর্তির উপর কোনও দাগ থাকা উচিত নয়। কিন্তু, তারা (আপ) এটা বুঝতে পারেনি। মদ এবং টাকার নেশায় জড়িয়ে পড়েছে। এতে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সেই কারণেই আপের নির্বাচনে এই ভরাডুবি হয়েছে ।"
#WATCH | On #DelhiElectionResults, social activist Anna Hazare says, "I have been saying it for a long that while contesting the election - the candidate must have a character, good ideas and have no dent on image. But, they (AAP) didn't get that. They got tangled in liquor and… pic.twitter.com/n9StHlOlK9
— ANI (@ANI) February 8, 2025 -
Feb 08, 2025 11:38 IST
Delhi Election Result 2025 Live Updates: এগিয়ে সিসোদিয়া
জঙ্গপুরা আসনে পাঁচ রাউন্ড গণনার পর, মনীশ সিসোদিয়া ৩৮৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। মনীশ সিসোদিয়া এখন পর্যন্ত মোট ১৯২২২ ভোট পেয়েছেন যেখানে বিজেপির তরবিন্দর সিং পেয়েছেন ১৫৩৫৩ ভোট
-
Feb 08, 2025 11:32 IST
Delhi Election Result 2025 Live Updates: পিছিয়ে আম আদমি পার্টির প্রায় সব বড় মুখ
আম আদমি পার্টির প্রায় সব বড় মুখই পিছিয়ে পড়েছে। অরবিন্দ কেজরিওয়াল, সৌরভ ভরদ্বাজ, অতিশী, সোমনাথ ভারতী, সত্যেন্দ্র জৈন, নিজ নিজ আসনে পিছিয়ে রয়েছেন। মনীশ সিসোদিয়া কেবল জঙ্গপুরা আসন থেকে এগিয়ে আছেন, তবে সেখানেও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা ।
-
Feb 08, 2025 11:23 IST
Delhi Election Result 2025 Live Updates: তিহার জেলই ঠিকানা কেজরির
তিহার জেলই ঠিকানা কেজরির। বড় বিবৃতি বিজেপি সাংসদ যোগেন্দ্র চান্দোলিয়ার। দিল্লি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজেপি সাংসদ দাবি করেছে আবারো তিহার জেলেই ফিরতে হবে কেজরিওয়ালকে।
-
Feb 08, 2025 11:17 IST
Delhi Election Result 2025 Live Updates: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
দিল্লিতে চলছে ভোট গণনা। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পার করেছে গেরুয়া শিবির। কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তরে মনোজ তিওয়ারি বলেন, 'একটু অপেক্ষা করুন, সময়ের সাথে সাথে কী হয় সকলেই তা জানতে পারবেন।' একই সাথে, দিল্লিতে জল্পনা চলছে যে মনোজ তিওয়ারি নিজেই বিজেপির মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন।
-
Feb 08, 2025 11:09 IST
Delhi Election Result 2025 Live Updates: ষষ্ঠবারের জন্য বিধায়ক হওয়ার দৌড়ে মোহন সিং
দিল্লিতে চলছে ভোট গণনা। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পার করেছে গেরুয়া শিবির। ষষ্ঠবারের জন্য বিধায়ক হওয়ার দৌড়ে মোহন সিং বিষ্ট। মুখ্যমন্ত্রী পদের প্রশ্নে তিনি বলেন, "দল আমাকে যে দায়িত্ব দেবে তা আমি পালন করব।" টানা ষষ্ঠবারের মতো বড় ব্যাবধানে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন মোহন সিং বিষ্ট। ২৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।
-
Feb 08, 2025 11:05 IST
Delhi Election Result 2025 Live Updates: নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে পড়েছেন কেজরিওয়াল
নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে পড়েছেন কেজরিওয়াল। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আবারও নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে পড়েছেন । ইতিমধ্যে এই আসনে বড় লিড পেয়ে এগিয়ে গিয়েছেন বিজেপির প্রবেশ ভার্মা।
-
Feb 08, 2025 11:02 IST
Delhi Election Result 2025 Live Updates: ৩০ আসনে এগিয়ে রয়েছে আপ
তিন দশকের খরা কাটিয়ে মোদী ম্যাজিকে দিল্লিতে গেরুয়া ঝড়ের দাপট। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধান সভার ম্যাজিক ফিগার ৩৬। যদিও ইতিমধ্যে বিজেপি সেই ম্যাজিক ফিগার পার করেছে। ৪০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে ৩০ টি আসনে এগিয়ে রয়েছে আপ। প্রাথমিক প্রবণতায় দিল্লি জয় পদ্মশিবিরের।
-
Feb 08, 2025 10:42 IST
Delhi Election Result 2025 Live Updates: কেজরিওয়াল, সিসোদিয়া এগিয়ে
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি ৪২টি আসনে এবং আপ প্রায় ২৭টি আসনে এগিয়ে। আপ নেত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী পিছিয়ে রয়েছেন। সর্বশেষ আপডেট অনুসারে কেজরিওয়াল এবং সিসোদিয়া এগিয়ে গেলেন।
-
Feb 08, 2025 10:37 IST
Delhi Election Result 2025 Live Updates: 'উন্নয়নের এক নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দিল্লি'
'উন্নয়নের এক নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দিল্লি'। সিনিয়র বিজেপি নেতা প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, কেজরিওয়াল স্রেফ মিথ্যার উপর ভর করে চলেছেন। অপর দিকে মানুষের জন্য কাজ করে গেছে বিজেপি। এই দুইয়ের তুলনা আজ ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। মানুষ বিজেপিকে দুহাত ভরে আর্শীবাদ করেছে। দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে তার কাজের জন্য বড় শাস্তি দিতে চলেছেন'।
-
Feb 08, 2025 10:32 IST
Delhi Election Result 2025 Live Updates: ২০টি আসনে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি
২০টি আসনে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপি ৪২টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে ২০টি আসনে বিজেপি প্রার্থীরা ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর মাঝেই প্রতিক্রিয়া জানিয়েছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে নয় বরং কংগ্রেস-আপের একসঙ্গে ভোটে লড়াই করা উচিত ছিল।
-
Feb 08, 2025 09:52 IST
Delhi Election Result 2025 Live Updates: ম্যাজিক ফিগার ছুঁয়ে ইতিহাস গড়ল বিজেপি
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিজেপি ম্যাজিক ফিগার পার করেছে। এখনো পর্যন্ত যা পরিসংখ্যান সামনে এসেছে তাতে বিজেপি এখন ৩৬টি আসনে এগিয়ে। একই সাথে, আম আদমি পার্টি ১৬টি আসনে এগিয়ে রয়েছে।
-
Feb 08, 2025 09:48 IST
Delhi Election Result 2025 Live Updates: সরকার গঠনের পথে বিজেপি
রাজধানী দিল্লিতে কার সরকার গঠিত হবে তার ছবি আজ স্পষ্ট হয়ে উঠবে। ভোট গণনা শুরু হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি প্রাথমিক প্রবনতায় এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি অনেক হেভিওয়েট আসনে পিছিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপি ৫০ টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে আতিশী-কেজরিওয়াল সহ একাধিক হেভিওয়েট আপ নেতা পিছিয়ে রয়েছেন।
-
Feb 08, 2025 09:44 IST
Delhi Election Result 2025 Live Updates: "বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে"
কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা দেখে জানিয়েছেন, "অরবিন্দ কেজরিওয়ালের দুঃশাসন এবং তাঁর এবং তাঁর দলের দুর্নীতি জনগণের সামনে চলে এসেছে। এর পাশাপাশি বিজেপির বিশ্বাসযোগ্যতা, অন্যান্য রাজ্যে উন্নয়নমূলক কাজ, গত ১০ বছরে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান সবকিছুকে বিবেচনা করে, দিল্লির মানুষ বিজেপিকে সেবার সুযোগ দিচ্ছে। বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে।"
-
Feb 08, 2025 09:38 IST
Delhi Election Result 2025 Live Updates: নির্বাচন কমিশনের পরিসংখ্যান কী বলছে?
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে, বিজেপি ২৪টি আসনে এগিয়ে আছে এবং আম আদমি পার্টি ৬টি আসনে এগিয়ে আছে।
-
Feb 08, 2025 09:20 IST
Delhi Election Result 2025 Live Updates: দেখে নিন ৭০ আসনের লেটেস্ট ট্রেন্ড
দিল্লির ৭০টি আসনের সবকটিরই প্রাথমিক ট্রেন্ড সামনে এসেছে। ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি ২৩টি আসনে, বিজেপি ৪৫টিতে, কংগ্রেস ১টিতে এবং বিএসপি ১টিতে এগিয়ে রয়েছে।
-
Feb 08, 2025 09:17 IST
Delhi Election Result 2025 Live Updates: কেজরিওয়াল ১৫০০ ভোটে পিছিয়ে
ক্ষমতার উলাটপূরণ! দিল্লি নির্বাচনের একাধিক কেন্দ্রের ফলাফল সামনে আসতে শুরু করেছে। প্রাইমারি যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কেজরিওয়াল ১৫০০ ভোটে পিছিয়ে আছেন। বিজেপি বর্তমানে ৪৩টি আসনে এগিয়ে। AAP ২৬টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস একটি আসনে এগিয়ে।
-
Feb 08, 2025 09:10 IST
Delhi Election Result 2025 Live Updates: বিজেপি ৫০টির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে
দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গণনা চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপি ৫০টির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
-
Feb 08, 2025 09:07 IST
Delhi Election Result 2025 Live Updates: পিছিয়ে কেজরিওয়াল
এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন মনীশ সিসোদিয়াও জঙ্গপুরা থেকে পিছিয়ে রয়েছেন। কালকাজি বিধানসভা আসনে পিছিয়ে আপ প্রার্থী অতিশী।
-
Feb 08, 2025 09:03 IST
Delhi Election Result 2025 Live Updates: পিছিয়ে মুখ্যমন্ত্রী আতিশী
দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গণনা চলছে। এবার দিল্লির কালকাজি বিধানসভা আসনে চলছে জোর লড়াই। কালকাজি আসনে আপ প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী আতিশী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে এই আসনে বিজেপি রমেশ বিধুরী এবং মহিলা কংগ্রেসের জাতীয় সভানেত্রী এবং চাঁদনী চকের প্রাক্তন বিধায়ক অলকা লাম্বা নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। প্রাথমিক ট্রেন্ডে আপ প্রার্থী অতিশী পিছিয়ে রয়েছেন ।
-
Feb 08, 2025 08:58 IST
Delhi Election Result 2025 Live Updates: প্রাথমিক ট্রেন্ডে অনেক এগিয়ে বিজেপি
প্রাথমিক প্রবণতায়, বিজেপি ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। একই সময়ে, আম আদমি পার্টি ২৩টি আসনে এগিয়ে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে।