Delhi CM Arvind Kejriwal: গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের বিরাট অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, আম আদমি পার্টির দিল্লি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এর আগেও কেজরিওয়াল বারবার এই অভিযোগ করেছেন। শনিবার ফের তাঁর মুখে এই অভিযোগ শোনা গেল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি দিল্লির আপ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছে। তাঁদের বলছে, বিজেপিতে যোগ দিতে। বদলে, বিধায়কপ্রতি ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও দিচ্ছে।
এই ব্যাপারে কেজরিওয়াল বলেন, 'সম্প্রতি ওঁরা (বিজেপি নেতৃত্ব) দিল্লিতে আমাদের ৭ বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের বলেছে আমরা কয়েকদিন পর কেজরিওয়ালকে গ্রেফতার করব। এর পরে, আমরা বিধানসভা ভেঙে দেব। ২১ জন বিধায়কের সঙ্গে কথা হয়েছে। অন্যদের সঙ্গেও কথা হচ্ছে। এর পরে, আমরা দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেব। আপনিও আসতে পারেন। ২৫ কোটি টাকা পাবেন। সঙ্গে, বিজেপির টিকিটে নির্বাচনে লড়তে পারবেন।' এই কথা জানিয়ে কেজরিওয়াল বলেন, 'এর অর্থ হল কোনও আবগারি কেলেঙ্কারির তদন্ত করতে আমাকে গ্রেফতার করা হচ্ছে না। বিজেপি আসলে দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে।'
কেজরিওয়াল জানিয়েছেন, যদিও ওরা ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছে, তবে সব জানার পর মনে হচ্ছে আসলে সাত জনের সঙ্গে যোগাযোগ করেছে। আর, প্রত্যেকেই বিজেপি নেতাদের মুখের ওপর 'না' বলে দিয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, গত নয় বছরে বিজেপি দিল্লিতে আপ সরকারকে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু, কিছুই করতে পারেনি। তিনি বলেন, 'ঈশ্বর এবং মানুষ সবসময় আমাদের সমর্থন করেছেন। আমাদের সমস্ত বিধায়করাও একজোট আছেন। এবারও এই লোকেরা তাঁদের ঘৃণ্য অভিপ্রায়ে ব্যর্থ হবেন। নির্বাচনে আপ-কে পরাজিত করার ক্ষমতা ওদের নেই। তাই ওরা জাল মদ কেলেঙ্কারির অজুহাতে গ্রেফতার করে সরকার ফেলে দিতে চায়।'
আরও পড়ুন- কেন নীতীশ কুমার ২০২২ সালে বিজেপির সঙ্গ ছেড়েছিলেন, কেন তিনি এনডিএতে ফিরতে চাইছেন?
পালটা মুখ খুলেছে বিজেপিও। দিল্লিতে বিজেপির নেতা বীরেন্দ্র সচদেবের অভিযোগ, রাজনৈতিক হতাশা থেকে কেজরিওয়াল এই সব অভিযোগ করছেন। দিল্লি বিজেপির সম্পাদক কপিল মিশ্র বলেন, 'কেজরিওয়াল মিথ্যা বলার রোগে ভুগছেন। ওরা প্রথম সাতবার একই ধরনের অভিযোগ করে কোনও প্রমাণ না দিয়েই পালিয়ে যায়। কেজরিওয়াল একজন দুর্নীতিবাজ আর কমিশনখোর মুখ্যমন্ত্রী। ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জনসাধারণ জানে যে কেজরিওয়াল মিথ্যা কথা বলেন।'