রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতা-কর্মীরা যতই দলকে ফিনিক্স পাখির মত পুনরুত্থান ঘটাতে দেশজোড়া মিছিল করুন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের খাতায় কংগ্রেস একপ্রকার উঠে যাওয়া দল। একসময় পশ্চিমবঙ্গে কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করতেন, কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছে। গুজরাটে সেই একই সুর এখন কেজরিওয়ালের গলায়। চলতি বছরের শেষের দিকে গুজরাট বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে গুজরাট সফরে কেজরিওয়াল সব জায়গায় বলে যাচ্ছেন, 'কংগ্রেস শেষ। বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সব জায়গায় প্রার্থী দেবে। আপকে ভোট দিন।'
সোমবার সন্ধ্যায় ঘাটলোদিয়ায় এক অটোরিকশা চালকের বাসভবনে খাওয়ার কর্মসূচি নিয়েছিলেন কেজরিওয়াল। যে এলাকায় ওই চালকের বাড়ি, সেটা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বিধানসভা কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লোকসভা কেন্দ্রেরও অংশ। তাহলে কি অটোরিকশা চালকের বাড়ি গিয়ে খাওয়াটা তাঁর রাজনৈতিক কৌশল? জবাবে কেজরিওয়াল বলেন, 'এটা কোনও কৌশলের ব্যাপারই না। ওই নেতাদেরও তাঁদের দেখতে যাওয়া উচিত।'
আরও পড়ুন- সরকারের ব্যর্থতাতেই বেড়েছে করোনা ও মৃত্যু, সংসদীয় কমিটির কাঠগড়ায় মোদী প্রশাসন
সোমবার সন্ধ্যায় অটোচালক বিক্রম দান্তানির বাড়ি যাওয়ার পথে 'নিরাপত্তা প্রোটোকল'-এর অজুহাতে গুজরাট পুলিশ কেজরিওয়ালকে আটকায়। তাঁদের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর কথা কাটাকাটি হয়। এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, 'কোনও রাজ্যের পুলিশ কি বলতে পারে যে আমি কোনও অটোচালকের বাড়িতে গেলে, তাঁরা আমাকে নিরাপত্তা দেবে না? তাদের উদ্দেশ্য নিরাপত্তা দেওয়া বা না-দেওয়া ছিল না। গুজরাট পুলিশ আসলে আমাকে জনসাধারণের মধ্যে যেতে বাধা দিতে চাইছিল। শেষ পর্যন্ত আমি গিয়েছি। আর, ওঁরা আমাকে নিরাপত্তাও দিয়েছে।' বাধা পেয়ে কেজরিওয়াল ওই পুলিশ আধিকারিকদের বলেন, 'সরকার বেআইনি নির্দেশ দিলে মানবেন না, বিরোধিতা করুন।'
আম আদমি পার্টি সেই ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে কেজরিওয়াল গুজরাট পুলিশের নিরাপত্তা নিতে অস্বীকার করছেন। পুলিশকর্মীদের বলছেন, 'আপনারা বরং আপনাদের মুখ্যমন্ত্রী আর মন্ত্রীদেরকে নিরাপত্তা দিন। আমি জনতার লোক। জনতার মধ্যেই যেতে চাই। আপনারা আমাকে জোর করে আটকে রাখছেন। এটা একধরনের গ্রেফতার।'
Read full story in English