Delhi Election 2025: দিল্লি নির্বাচনের আগেই শুরু বিজেপি-কংগ্রেসের মধ্যে জোর রাজনৈতিক তরজা। 'প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো রাস্তা' বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। এদিকে বিজেপি নেতার এমন মন্তব্যের পরই সামনে এসেছে রমেশ বিধুরির প্রথম প্রতিক্রিয়া।
ভোটের আঁচ বাড়িয়ে দিলেন বিজেপির কালকাজি আসনের প্রার্থী রমেশ বিধুরি। তার বিতর্কিত মন্তব্যের জেরে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। নির্বাচিত হলে তিনি প্রিয়াঙ্কা গান্ধীর "গালের" মত মসৃণ রাস্তা তৈরি করবেন বলে নির্বাচনী জনসমাবেশ থেকে মন্তব্য করেন তিনি। আর এহেন মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক শিবিরে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা এবং কালকাজি বিধানসভা আসনের প্রার্থী রমেশ বিধুরি নির্বাচনী প্রচারের সময় তাঁর দেওয়া বকৃতার কারণে শিরোনামে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, বিধুরিতে বলতে শোনা গিয়েছে তিনি নির্বাচনে জিতলে তার নির্বাচনী এলাকার রাস্তাগুলি কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর গালের মত মসৃণ করে দেবেন।
বিজেপি নেতার এমন মন্তব্যের পরই নিন্দার ঝড় উঠেছে।
HMPV ভাইরাসের তাণ্ডব! ফের আক্রান্ত আরও এক শিশু, উদ্বেগ এবার চরমে
অতীতেও একাধিকবার বিতর্কিত বক্তব্যের জেরে সংবাদ শিরোনামে আসেন তিনি। যদিও তার করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, "এমন বিবৃতি আগেও দেওয়া হয়েছে। কংগ্রেসের মিত্র আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বিজেপি সাংসদ হেমা মালিনীকে নিয়ে অতীতে এমন মন্তব্য করেছে। নির্বাচনের আগে বেকার কংগ্রেস এই বিষয়কে ইস্যুতে পরিণতি করার চেষ্টা চালাচ্ছে। আমি মহিলাদের সম্মান করি। আমার মনে হয় কংগ্রেস এবং আপেরও আত্মবিশ্লেষণ করা উচিত।"তিনি আরও বলেন,"কংগ্রেস যদি তার ভুল সংশোধন করে, আমরাও তাই করব" ।
#WATCH | Delhi | On his purported statement concerning Priyanka Gandhi Vadra, in a viral video, BJP's candidate from Kalkaji assembly constituency Ramesh Bidhuri says, "...What Lalu Yadav - who was a minister in their (Congress) govt had said - he should apologise first for what… pic.twitter.com/slLIn85smM
— ANI (@ANI) January 5, 2025
দিল্লি বিজেপি প্রার্থী রমেশ বিধুরির মন্তব্যের নিন্দা করেছেন কংগ্রেস, আপ নেতৃত্ব। কালকাজি কংগ্রেস প্রার্থী ও মহিলা কংগ্রেস সভাপতি অলকা লাম্বা বিধুরির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি বিধুরিরকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানান। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বিধুরির মন্তব্যের জেরে বিজেপি নেতাদের নীরবতার সমালোচনা করেছেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "রমেশ বিধুরি প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে জঘন্য মন্তব্য করেছেন। আপ তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। এই ঘটনা নিয়ে বিজেপি এখনও কোনও বিবৃতি দেয়নি।
कालकाजी विधानसभा से प्रत्याशी घोषित होते ही रमेश बिधूड़ी जी ने एक बार फिर अपनी चिर-परिचित अमर्यादित भाषा में महिलाओं का अपमान किया है।
— Alka Lamba 🇮🇳 (@LambaAlka) January 5, 2025
क्या कालकाजी की जनता एक ऐसे को अपने बीच रखेगी, जो न तो सदन की गरिमा का ख्याल रखता है और न ही महिलाओं का सम्मान करता है?
रमेश बिधूड़ी जी को इस… pic.twitter.com/fhuWLso0sT
#WATCH | Delhi | On BJP leader Ramesh Bidhuri's purported statement in a viral video, AAP MP Sanjay Singh says, "Ramesh Bidhuri has made such a low-level and mean statement on Priyanka Gandhi Vadra. Even the leaders of AAP have condemned that but I am surprised that two big… pic.twitter.com/atKEi8RcYa
— ANI (@ANI) January 5, 2025