Advertisment

Delhi Elections 2025 Date: শীঘ্রই ১০০ কোটির ভোটারের দেশ হবে ভারত, দিল্লি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে বড় ঘোষণা কমিশনের

Delhi Elections 2025 Date: নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার জন্য মঙ্গলবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'গণতন্ত্রের মহান উৎসবে অংশগ্রহণ করার জন্য সকল ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি'।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Delhi Election 2025 Dates ECI

দিল্লি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ Photograph: (ফাইল ছবি)

Delhi Elections 2025 Date: 'ভারতে 99 কোটির বেশি ভোটারের দেশ, শীঘ্রই ১০০ কোটির মাইল ফলক অর্জন করে বিশ্ব রেকর্ড গড়বে। আজ দিল্লি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই এই তথ্য জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। পাশাপাশি তিনি ইভিএম কারচুপির সকল প্রকার সম্ভাবনার কথা খারিজ করে জানান, কোনভাবেই ইভিএমে কারচুপি সম্ভব নয়। ভোট দেওয়ার পরে ইভিএম সিল করা হয় এবং এতে কোনভাবেই ভাইরাস  প্রবেশ করতে পারে না বলেও জানান তিনি। ভোটার তালিকা ও ভোটে কারচুপি অসম্ভব বলেও দাবি করেছেন মুখ্য নির্বাচন কমিশনর। এদিন রাজনৈতিক দলগুলির সব অভিযোগের জবাব দিয়েছে নির্বাচন কমিশন। 

Advertisment

ইতিমধ্যে আম আদমি পার্টি দিল্লির ৭০টি বিধানসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জাতীয় দল হিসাবে দিল্লি নির্বাচনে লড়ছে আম-আদমি পার্টি। AAP-এর মোট ১৬২ জন বিধায়ক রয়েছেন।  যার মধ্যে দিল্লিতে ৬২ জন, পাঞ্জাবে ৯২ জন, গুজরাটে ৫ জন, গোয়ায় ২ জন, জম্মু ও কাশ্মীরে ১ জন। দলের ১৩ জন সাংসদ রয়েছে, যার মধ্যে ৩ জন লোকসভা এবং ১০ জন রাজ্যসভা সদস্য রয়েছে। এবার দল দিল্লি বিধানসভা নির্বাচনে জাতীয় দল হিসেবে লড়ছে।

৭০ আসন বিশিষ্ট দিল্লি  বিধানসভার মেয়াদ ২৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এদিন দুপুর দুটো'য় সংবাদ সম্মেলন থেকে দিল্লি বিধানসভার নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে দিল্লিতে মোট ভোটার ১ কোটি ৫৫ লাখ। তার মধ্যে ৮৩ লাখের বেশি পুরুষ ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ৩৩টি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধান সভার  সাধারণ আসন ৫৮টি। বাকি ১২টি সংরক্ষিত আসন। কমিশনের তরফে জানানো হয়েছে দিল্লিতে ভোট হবে ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। 

নতুন বছরে প্রথম নির্বাচন রাজধানী দিল্লিতে। আজই দিল্লি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, গণতন্ত্রের মহান উৎসবে অংশগ্রহণ করার জন্য সকল ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি'। তিনি আরও বলেন, নতুন বছরে প্রথম নির্বাচন হচ্ছে রাজধানী দিল্লিতে। এখান থেকে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করা হয়। প্রতিটি অঞ্চলের মানুষ এখানে মিলিত হয়। দিল্লি এবারও মনেপ্রাণে ভোট দেবে। খুব শিগগিরই আমরা ১০০ কোটি ভোটারের দেশে পরিণত হব'। আজ থেকে দিল্লিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। ইভিএম-এ কোনোভাবেই কারচুপি করা সম্ভব নয় বলেও এদিন জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

Advertisment

দুয়ারে দিল্লির নির্বাচন। ইতিমধ্যেই ভোট প্রস্তুতিতে ময়দানে নেমেছে সবকটি  রাজনৈতিক দল। নির্বাচন কমিশন আজই দিল্লি বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা করেছে। ৫ ফেব্রুয়ারি এক দফায় হবে দিল্লির ভোট। কমিশন সূত্রে আজ দুপুর ২টোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দিল্লিতে আম আদমি পার্টি সরকারকে হটিয়ে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার গঠন হতে চলেছে এমনটাই দাবি করেছে  গেরুয়া শিবির।  দিল্লির ৭০ সদস্যের বিধানসভার মেয়াদ ২৩ ফেব্রুয়ারি শেষ হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল তাদের প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক দলগুলি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরন্তর প্রচার চালাচ্ছে। ঐতিহ্যগতভাবে দিল্লিতে এক দফায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারেও সেই ধারা বজায় রাখলো কমিশন। 

২০২০ সালেও দিল্লিতে ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেবার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল আম আদমি পার্টি। কংগ্রেস, টানা ১৫ বছর ধরে দিল্লি শাসন করলেও, গত দুটি বিধানসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং এমনকি একটিও আসন পায়নি। ২০২০ সালের নির্বাচনে, AAP ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে জয়ী হয়। যেখানে বিজেপি আটটি আসনে জয়ী হয়েছিল।

দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সময়, ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে মোট ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৫৮ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৪৯ হাজার ৬৪৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭১ লাখ ৭৩ হাজার ৯৫২ জন।

delhi Election
Advertisment