Advertisment

শ্রমিক-কৃষকের মিছিলে-জমায়েতে সরকারের ‘জনবিরোধী’ নীতির প্রতিবাদ

কর্পোরেট কোম্পানির ঋণ মকুব করে দেওয়া হচ্ছে, কিন্তু কৃষিঋণের ক্ষেত্রে সরকার চোখরাঙানির পদ্ধতি নিচ্ছে, সে দিকে দৃষ্টি আকর্ষণ করলেন কেউ কেউ। কেউ বললেন, সরকার বদল না ঘটানো পর্যন্ত তাঁদের সংগ্রাম চালু থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মজদুর-কিসান সংঘর্ষ র‌্যালি, দিল্লিতে (ফোটো- প্রবীণ খান্না)

১৮ হাজার টাকা ন্যূনতম বেতন, কৃষিঋণ মকুবসহ বিভিন্ন দাবিতে বুধবার রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট দখলে নিয়ে নিয়েছিলেন সারা দেশের শ্রমিক, কৃষক ও কৃষিশ্রমিকেরা।

Advertisment

বামপন্থী সংগঠন সিআইটিইউ, সারা ভারত কিষাণ সভা ও সারা ভারত কৃষিমজদুর ইউনিয়নের ডাকে সার দেশ থেকে মানুষ জড়ো হয়েছিলেন রাজধানী দিল্লিতে। এদিন রামলীলা ময়দান থেকে পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তাঁরা।

লাল টুপি মাথায়, হাতে লাল পতাকা নিয়ে আন্দোলনকারী কৃষক-শ্রমিকরা এদিন শ্লোগান তোলেন বিজেপি সরকারের বিরুদ্ধে। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে বিজেপি-র সাম্প্রদায়িক ও ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে।

publive-image বামপন্থী সংগঠনগুলির ডাকা জমায়েতে পা মিলিয়েছিলেন সারা দেশের মানুষ (ফোটো- প্রবীণ খান্না)

মিছিলে আসা মানুষদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁরা এ সরকারর জনবিরোধী কার্যকলাপে রুষ্ট। কর্পোরেট কোম্পানির ঋণ মকুব করে দেওয়া হচ্ছে, কিন্তু কৃষিঋণের ক্ষেত্রে সরকার চোখরাঙানির পদ্ধতি নিচ্ছে, সে দিকে দৃষ্টি আকর্ষণ করলেন কেউ কেউ। কেউ বললেন, সরকার বদল না ঘটানো পর্যন্ত তাঁদের সংগ্রাম চালু থাকবে।

যেসব দাবিতে এই মিছিলে সমবেত হয়েছেন মানুষজন, তার মধ্যে রয়েছে সমস্ত গ্রামীণ এলাকায় মনরেগা চালু করা এবং শহরাঞ্চলেও তার বিস্তার ঘটনাো, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা চালু করা, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য সামাজিক সুরক্ষা, ইত্যাদি।

publive-image বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন জমায়েতে যোগদানকারীরা (ফোটো- সাজিন সাজু)

এদিনের মিছিলে যাঁরা হাজির ছিলেন, তাঁদের অনেকেই মহারাষ্ট্র থেকে কিসান লং মার্চেও যোগ দিয়েছিলেন। তাঁদেরই একজন জানালেন, ওই লং মার্চের পর দেবেন্দ্র ফড়নবীশ সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ হয়নি এখনও।

সিআইটিইউ-র সাধারণ সম্পাদক তপন সেন জানিয়েছেন, নভেম্বরে ফের যে কিসান লং মার্চ অনুষ্ঠিত হবে, সেখানে যোগ দেবেন শ্রমিকরাও।

protest rally Left Movement
Advertisment