Advertisment

কেন ভোটের আগেই বারবার নোটিস, প্রশ্ন তুলে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কেজরিওয়ালের

বুধবার তৃতীয়বারের মত কেজরিওয়াল ইডির সমন এড়িয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal ED Case

অরবিন্দ কেজরিওয়াল ইডি মামলা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ইডি সমনের জবাব দিয়েছেন, দাবি করেছেন যে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য একটি সুষ্ঠু তদন্ত নয়, কিন্তু রাজনৈতিক ভয় দেখানো।

আম আদমি পার্টিকে (আপ) লোকসভা নির্বাচনের প্রচার থেকে বিরত রাখতেই জারি করা হয়েছে সমন। ইডিকে এবার কড়া জবাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ইডি সমনের জবাব প্রসঙ্গে দাবি করেছেন যে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য একটি সুষ্ঠু তদন্ত নয়, রাজনৈতিক ভাবে মোকাবিলাও নয়। বরং বিজেপির কাজ আপকে ভয় দেখানো। পাশাপাশি কেজরিওয়াল ইডির পাঠানো সমন কে অবৈধ বলে উল্লেখ করে বলেন, "আমি কি অবৈধ সমনকে সম্মান করব? বিজেপির উদ্দেশ্য একটি সুষ্ঠু তদন্ত নয়, কিন্তু আম আদমি পার্টিকে (আপ) লোকসভা নির্বাচনের প্রচার থেকে বিরত করা,"।

কেজরিওয়াল সরকারের মন্ত্রী অতীশি, দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন), সন্দীপ পাঠক সহ বেশ কয়েকজন আপ নেতা গতকাল গভীর রাতে X-এ দাবি করেছেন, আজ বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালানো হতে পারে এবং তাকে গ্রেফতার করা হবে। এদিকে গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যের মধ্যেই তিন দিনের সফরে গুজরাট যাচ্ছেন কেজরিওয়াল।

বুধবার তৃতীয়বারের মতো কেজরিওয়াল দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়িয়েছেন। পরিবর্তে, তিনি তদন্তে সহযোগিতা করার কথা জানিয়ে সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছেন। ইডির পাঠানো নোটিসটি বেআইনি বলে দাবি করেছেন তিনি। তিনি ইডি-র নোটিশের সময় নিয়েও প্রশ্ন তোলেন, "কেন ভোটের আগেই বারবার নোটিশ পাঠানো হয়?"

Kejriwal
Advertisment