Advertisment

BJP-AAP Protest: দিল্লিতে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, আপ-বিজেপির বিক্ষোভে অবরুদ্ধ রাজপথ

শুক্রবার দিল্লি পুলিশ বেশ কয়েকজন আপ নেতা কর্মীকে আটক করেছে যখন তারা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিল। এদিকে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp protesters

দিল্লি নিউজ লাইভ আপডেট: বিক্ষোভকারীরা ব্যারিকেডের আরেকটি স্তর ভেঙ্গে পুলিশ কর্মীদের সাথে ছোটখাটো সংঘর্ষে জড়িত। (স্ক্রিন গ্র্যাব)

দিল্লিতে ধুন্ধুমার। বিক্ষোভের মধ্যে আটক একাধিক আপ নেতা, বিজেপি কেজরিওয়ালের পদত্যাগ দাবি গেরুয়া শিবিরের।
শুক্রবার দিল্লি পুলিশ বেশ কয়েকজন আপ নেতা কর্মীকে আটক করেছে যখন তারা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিল। এদিকে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি।

Advertisment

বিজেপির বিরুদ্ধে বিক্ষোভের জেরে আম আদমি পার্টির (আপের) বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে দিল্লি পুলিশ। একই সঙ্গে দলের বেশ কয়েকজন বিধায়ক এবং কাউন্সিলর সহ আরও অনেককে শুক্রবার গৃহবন্দী করা হয়। বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। পাশাপাশি বিজেপিও অরবিন্দ কেজরিওয়াল সরকারের কথিত দুর্নীতির বিরুদ্ধে আপ কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা সাংবাদিকদের বলেন, "কেজরিওয়াল সরকার দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন সরকারের একটি কেলেঙ্কারি জনগণের সামনে উন্মোচিত হচ্ছে।"

অপরদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আপ নেতা গোপাল রাই দাবি করেছেন যে তার দলের বিধায়ক এবং কাউন্সিলরদের "বিক্ষোভের আগে গৃহবন্দী করা হয়েছে"। তিনি দাবি করেন, "শান্তিপূর্ণ বিক্ষোভের আগে, দলীয় বিধায়ক এবং কাউন্সিলরদের যেভাবে গৃহবন্দী করা হয়েছে তাতেই সামনে আসে বিজেপি তার আসল চেহারা"।

একটি এক্স পোস্টে, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, "প্রথমে, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ভোট চুরি করেছে বিজেপি। এখন এর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে আসা লোকজনকে দিল্লির বিভিন্ন জায়গায় থামানো হচ্ছে।" তিনি বলেন, "দিল্লি জুড়ে, তারা নির্বাচিত বিধায়ক, কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবকদের আটক করছে দিল্লি পুলিশ"।

bjp delhi AAP Kejriwal
Advertisment