/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-arvind-kejriwal-2.jpg)
দিল্লি নিউজ লাইভ আপডেট: আম আদমি পার্টি (এএপি) প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (ফাইল ছবি)
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সপ্তম বারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন এড়িয়ে গিয়েছেন। , আপের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "বিষয়টি এখন আদালতের বিচারাধীন রয়েছে। ১৬ মার্চ এই বিষয়ে শুনানির দিন ধার্য্য রয়েছে। প্রতিদিন সমন পাঠানোর পরিবর্তে, ইডিকে আদালতের নির্দেশ পর্যন্ত অপেক্ষা করা উচিত।"
ইডি এর আগে ইডি ১৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ষষ্ঠ সমন জারি করে তাঁকে ১৯ ফেব্রুয়ারি ইডির সামনে হাজির হতে বলেছিল। সেবারও তিনি ইডির সমন এড়িয়ে গিয়েছেন।
এদিকে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হতেই কেজরিওয়াল রবিবার জনসাধারণের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে সাতটি আসনে জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিটি সমন এড়িয়ে গিয়েছেন। সেগুলিকে "অবৈধ" বলে উল্লেখ করেছেন।