দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আজ কথিত দিল্লির আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হবেন৷ এদিকে, আজ দিল্লি বিধানসভায় আস্থা ভোট নিয়ে আলোচনা হবে।
শুক্রবার বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। প্রস্তাব পেশ করার সময়, তিনি বিজেপিকে নিশানা করে বলেছিলেন যে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে বিজেপি AAP বিধায়কদের 'কেনার' চেষ্টা করছে। ১৯ ফেব্রুয়ারি ইডি ষষ্ঠবারের জন্য সমন করেছে কেজরিওয়ালকে।
বিধানসভায় আস্থা ভোট উপস্থাপন করার সময়, কেজরিওয়াল বলেছিলেন যে দু'জন আপ বিধায়ক তাঁকে জানিয়েছেন যে তাঁদের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছিলেন। তাঁরা যারা দাবি করেছিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রীকে শীঘ্রই গ্রেফতার করা হবে। কেজরিওয়াল বলেছেন, 'বেশ কিছু আপ বিধায়ককে বিজেপি যোগ দেওয়ার জন্য ২৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিধায়করা আমাকে বলেছিলেন যে তারা রাজি নন। আমরা জানতে পেরেছি বিজেপি ২১ নয়, সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আরেকটি অপারেশন লোটাস চালানোর চেষ্টা করছিল'।
আরও পড়ুন : < ISRO Weather Satellite Launching: ‘নটি বয়’কেই ভরসা, মাইলফলক ছুঁয়ে ফের মহাকাশে আজ দাপট দেখাবে ISRO >
এর আগে ২০২২ সালের আগস্টে এবং আবার ২০২৩ সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই একটি আস্থা ভোট এনেছিলেন। প্রতিবারই আস্থা ভোটের আগে বিজেপি বিধায়ক ভাঙার অভিযোগ এনেছে আম আদমি পার্টি। ৭০ সদস্যের বিধানসভায় আম আদমি পার্টির ৬২ জন বিধায়ক এবং বিজেপির আটজন বিধায়ক রয়েছে। একই সময়ে, ইডি আবগারি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে একের পর এক পাঁচটি সমন জারি করলেও কেজরিওয়াল ইডি-র সামনে হাজির হননি। প্রতিটি সমন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।