scorecardresearch

দিল্লির দেওয়ালে ‘কেজরিওয়াল হটাও’ পোস্টার, তুঙ্গে আপ-বিজেপি রাজনৈতিক তরজা

বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সামনে আসার পর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ দিল্লি।

delhi news, delhi news live updates, arvind kejriwal, narendra modi, manish sisodia, delhi latest updates, delhi weather, delhi traffic updates
বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সামনে আসার পর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ দিল্লি।

‘মোদি হটাও’-এর প্রতিবাদে দিল্লিতে ‘কেজরিওয়াল হটাও’-এর পোস্টার, তুঙ্গে আপ-বিজেপি তরজা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির মান্ডি হাউস এলাকায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও একটি বিতর্কিত পোস্টারকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পাশাপাশি পোস্টার সাঁটানোর দায় সরাসরি নাম রয়েছে দিল্লি বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসার। বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার সামনে আসার পর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ দিল্লি।

দিল্লিতে পোস্টার কাণ্ড নিয়ে, বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা বলেছেন ‘অরবিন্দ কেজরিওয়াল একজন অসৎ নেতা। আপের একের পর এক কেলেঙ্কারি সামনে আসতে শুরু করেছে। একজন মানুষ যখন মিথ্যা বলেন, তখন সে তার নাম লুকিয়ে রাখে, সেজন্য আপ মোদী বিরোধী পোস্টারে কোন নাম উল্লেখ করেন নি। কিন্তু আমি দিল্লিতে আমার নাম দিয়ে পোস্টার প্রকাশ করেছি। অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দিল্লি বাঁচান। মানুষ যখন সত্য কথা বলেন তখন সে ভয় পায় না’।

দিল্লিতে পোস্টার কাণ্ড নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি এখানেই থেমে থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পোস্টার বিতর্ককে এক নতুন মাত্রা নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Delhi news live updates day after anti modi posters kejriwal hatao posters on delhi walls